Bihar Accident News: রাস্তায় পড়ে কিশোরের দেহ, মাছ কুড়োতে ব্যস্ত জনতা! বিহারের অমানবিক দৃশ্যে শিউরে উঠল দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গোলুর এই দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসেন৷ গোলুর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷
রাস্তার উপরে পড়ে রয়েছে ১৩ বছরের কিশোরের রক্তাক্ত দেহ৷ কিশোরের সেই মৃতদেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যরা৷ রাস্তার একদিকে যখন এই দৃশ্য দেখে চোখ ভিজছে অনেকের, তখন রাস্তার ঠিক উল্টো দিকে এক অমানবিক দৃশ্যে শিউরে উঠল গোটা দেশ৷ যে ট্রাকের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়েছে, সেটি উল্টে গিয়ে রাস্তায় ছড়িয়ে পড়া মাছ কুড়োতে তখন ব্যস্ত একদল মানুষ!
চরম অমানবিক এই দৃশ্যই দেখা গিয়েছে বিহারের সীতামারি জেলায়৷ সীতামারির পুপরি থানার ঝাঝিহাট থানায় এই ঘটনাটি ঘটেছে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই কিশোরের নাম রীতেশ কুমার৷ তার ডাক নাম গোলু৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাস সেভেনর ছাত্র গোলু সকালে টিউশন পড়তে যাওয়ার সময় একটি পিকআপ ট্রাক প্রবল বেগে তাকে ধাক্কা মারে৷ যার ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই কিশোর৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনার বীভৎসায় আর্তনাদ করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা৷
advertisement
advertisement
গোলুর এই দুর্ঘটনার খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে আসেন৷ গোলুর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা৷ এ দিকে যে মালবাহী গাড়িটি ওই কিশোরকে ধাক্কা মারে, সেটিতে মাছ বোঝাই ছিল৷ দুর্ঘটনার জেরে সেই মাছই রাস্তায় ছিটকে পড়ে৷ রাস্তার একপাশে যখন মৃত কিশোরের দেহ নিয়ে তাঁর পরিবারের অসহায় অবস্থা, তখন শোকস্তব্ধ সেই পরিবারকে সান্ত্বনা দেওয়া অথবা সাহায্য করার বদলে রাস্তায় পড়ে থাকা মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়েন ঘটনাস্থলে থাকা বেশ কিছু মানুষ৷
advertisement
পুলিশে খবর না দিয়ে অথবা অ্যাম্বুল্যান্স না ডেকে রাস্তায় পড়ে থাকা মাছ ব্যাগে ভরে নিয়ে দৌড়তে থাকেন অনেকে৷ মৃত ওই কিশোর অথবা তাঁর পরিবারের সদস্যদের দিকে ফিরেও তাকায়নি মাছ কুড়োতে ব্যস্ত হয়ে পড়া ওই জনতা৷
দুর্ঘটনাস্থলের এই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ সামনে পড়ে থাকা কিশোরের মৃতদেহকে উপেক্ষা করে কীভাবে ঘটনাস্থলে থাকা মানুষজন এতটা অসংবেদনশীল হতে পারলেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে৷ পরে পুলিশ খবর পেয়ে এসে ঘটনাস্থল থেকে ভিড় সরিয়ে দেয়৷ কিশোরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ঘাতক ট্রাকটিকেও আটক করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 9:31 PM IST










