Crime News: কালো পলিথিনে মুড়িয়ে ব্যাগে মহিলার লাশ! ধর্ষণের পর খুন করা হয়েছে বলে সন্দেহ

Last Updated:

Crime News: মহিলার লাশ দেখতে পায় কিছু শিশু৷ তারা হাইওয়ের পাশে ছাগল চড়াতে গিয়েছিল৷  ব্যাগ খুলে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছিল সেই ব্যাগটি৷

কালো পলিথিনে মুড়িয়ে ব্যাগে মহিলার লাশ! ধর্ষণের পর খুন করা হয়েছে বলে সন্দেহ
কালো পলিথিনে মুড়িয়ে ব্যাগে মহিলার লাশ! ধর্ষণের পর খুন করা হয়েছে বলে সন্দেহ
উধম সিং: উত্তরাখণ্ডের উধম সিং নগরের গদরপুরের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। গদরপুরের মোহনপুর এক নম্বর গ্রামে এক নারীকে খুন করে লাশ ব্যাগে ভরে হাইওয়ের পাশে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার কথা কেউ জানতেই পারেনি৷ মহিলার লাশ দেখতে পায় কিছু শিশু৷ তারা হাইওয়ের পাশে ছাগল চড়াতে গিয়েছিল৷  ব্যাগ খুলে তারা রীতিমতো হতবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছিল সেই ব্যাগটি৷ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যাগের মধ্যে মহিলার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন৷
advertisement
advertisement
উধম সিং নগরের এসএসপি মণিকান্ত মিশ্র বলেছেন যে পুলিশ স্থানীয় লোকজনের কাছ থেকে ঘটনার খবর পেয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর তদন্ত শুরু হয়। মহিলার মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী তদন্ত করা হবে। তিনি বলেন, পুলিশ সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে। বিষয়টি শিগগিরই প্রকাশ পাবে।
advertisement
এই খুনের সঙ্গে ধর্ষণের ব্যাপারটাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷ মণিকান্ত মিশ্র জানান, মৃত মহিলার হাতে মেহেন্দি লাগানো ছিল। স্কার্ফ দিয়ে গলায় পেঁচিয়ে তাকে খুন করা হয়েছে। কারণ নিহতের গলায় স্কার্ফের দাগ দেখা যাচ্ছে স্পষ্ট।
advertisement
এখানেই শেষ নয়৷ ঘটনাস্থলে মৃত মহিলার কোমরের নিচের কাপড়ও পাওয়া যায়নি। যে কারণে হত্যার আগে তাকে  ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একটি কালো পলিথিনের ব্যাগের ভিতর ওই মহিলার লাশ বস্তাবন্দী ছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: কালো পলিথিনে মুড়িয়ে ব্যাগে মহিলার লাশ! ধর্ষণের পর খুন করা হয়েছে বলে সন্দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement