Dubai Returnee Passenger Arrest: দুবাই ফেরত যাত্রীর বেল্টের ভিতরে মিলল ১ কোটি টাকারও বেশি দামের সোনা ! গ্রেফতার দিল্লি বিমানবন্দরে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Dubai returnee with gold worth Rs 1 crore hidden under belt: জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণে সোনা যাত্রীর লেদারের বেল্টের ভিতরে রাখা ছিল ৷
নয়াদিল্লি: দুবাই (Dubai) ফেরত এক যাত্রীর কাছ থেকে এক কোটি টাকা মূল্যের সোনা (Gold Smuggling) বাজেয়াপ্ত করলেন দিল্লি বিমানবন্দরের কাস্টমস বিভাগের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, ওই বিপুল পরিমাণে সোনা যাত্রীর লেদারের বেল্টের ভিতরে রাখা ছিল (Dubai returnee with gold worth Rs 1 crore hidden under belt) ৷
সোনার পরিমাণ দেখে চমকেই উঠেছিলেন কাস্টমস আধিকারিকরা ৷ সোনা উদ্ধার হওয়ার পর তার বাজারদর আরও চমকে দেওয়ারই মতো ৷ এক কোটি টাকারও বেশি দামের সোনা ছিল ওই যাত্রীর কাছে ৷ মোট ২৩৩০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত যাত্রীর কাছ থেকে ৷
advertisement
advertisement
ধরা পড়ার পর জেরায় ওই যাত্রী জানিয়েছেন, এর আগেও চারবার ওই একইভাবে সোনা পাচার করেছেন তিনি ৷ সব মিলিয়ে যার মূল্য ২.৬ কোটি টাকার আশপাশে হবে ৷ কিন্তু এবার আর পারলেন না ৷ বিমানবন্দরের কাস্টমস আধিকারিকদের চোখে ধুলো দিতে ব্যর্থ সে ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
সম্প্রতি দুবাই এবং প্যারিস থেকেও এভাবে সোনা পাচার করে দেশে ঢুকেছিল দুই যাত্রী ৷ দিল্লি বিমানবন্দরে ধরা পড়ে যায় তারা ৷ তবে সেই সোনার মূল্য ছিল ৭০ লক্ষ টাকার কাছাকাছি ৷ এবার যে যাত্রী ধরা পড়েছে, তার কাছে আরও বেশি পরিমাণ সোনা উদ্ধার হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 09, 2022 12:15 PM IST