Manik Sarkar Reacts After Election in Tripura: ভোটে তৃণমূল ভাগ বসিয়েছে,মানছেন না মানিক, তাঁরাই আছেন ময়দানে, দাবি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর
- Published by:Uddalak B
Last Updated:
CPM Leader Manik Sarkar reacts about Tripura Election: তিনি কিছুটা কটাক্ষের সুরেই বলেছেন, "এত কিছুর পরেও দেশের প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন ত্রিপুরা বিজেপিকে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না।"
#আগরতলা: ত্রিপুরায় (Tripura) সদ্য শেষ হওয়া পুর নির্বাচনে বামেদের (Left Front) ভরাডুবির পর মুখ খুললেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (EX CM of Tripura) বলছেন, "ভোটই হল না। ভোটের নামে চূড়ান্ত প্রহসন হল রাজ্য জুড়ে।" তাঁর অভিযোগ, ত্রিপুরা ভারতবর্ষের অন্যতম অঙ্গ রাজ্য কিনা তা প্রাসঙ্গিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। ত্রিপুরার বর্তমান শাসক দল ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে গত ৪০-৪২ মাস ধরে। মানুষের ভোটের অধিকার বাহুবল প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে নিষ্ক্রিয় রেখে মানুষের অধিকার হরণ করা হয়েছে প্রতিনিয়ত।
তার অভিযোগ বিজেপি (BJP) সরকার আসার পর লোকসভা নির্বাচন-সহ সব ভোট প্রহসন হয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ২৫ তারিখ ভোটের দিন যা ঘটেছে, তা রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়। স্বৈরতন্ত্রের শাসন আরও শক্ত ভিতের ফর প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন: জামিন পেলেও হাজিরার নির্দেশ, NCB-র কাছে শাহরুখ পুত্র আরিয়ানকে দেখতে উপচে পড়া ভিড়! দেখুন
তিনি কিছুটা কটাক্ষের সুরেই বলেছেন, "এত কিছুর পরেও দেশের প্রধানমন্ত্রী অভিনন্দন জানাচ্ছেন ত্রিপুরা বিজেপিকে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না।" ফল ঘোষণার নামেও প্রহসন হয়েছে বলে তাঁর অভিযোগ। আগামীদিনে এই অবস্থা থেকে ত্রিপুরাকে উদ্ধার করতে হবে বলে রাজ্যের সমস্ত বাম কর্মীদের আহ্বান করেছেন মাণিক সরকার। এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমন বলেও মনে করেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: মোদিজিও ভয় পান! জাভেদ-মেধাদের পাশে নিয়ে দিন বদলের ডাক তৃণমূলনেত্রীর
অন্য দিকে ভোটের ফলের শতাংশ নিয়ে যা দেখানো হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীন বাম নেতা। অর্ধেক মানুষ নিজের ভোট দিতে পারেনি।অর্ধেকের বেশি জালিয়াতি হয়েছে। তার বক্তব্য, "ভোট হল না, ছাপ্পা ভোট হয়েছে। এর ফলে কে ১, ২, ৩ হয়েছে তা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। মাণিকবাবুর কথায় স্পষ্ট, বামেরা এই পুরভোটের ফলটাকে গ্রহণ করছে না৷ আগামী দিনে বিধানসভা ভোট। তার আগে মাণিক সরকারের বক্তব্য, "আমরা মানুষের সঙ্গে আছি। সে ভাবেই থাকব।পুলিশকে কাঠের পুতুল বানিয়ে রেখেছে বর্তমান সরকার। আমাদের সময়ে এমনটা হত না।" বিজেপি-র কথার খুব বেশি গুরুত্ব দিতে গেলে ঠকে যেতে হবে বলেও বুধবার কটাক্ষ করেন তিনি। তবে তৃণমূল যে বিরোধী ভোটে বেশ কিছুটা থাবা বসিয়েছে, সে কথা মানতে এখনও নারাজ মানিক সরকার।
advertisement
আবীর ঘোষাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 01, 2021 7:03 PM IST