পকসো আইনে নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় সিপিএম, দাবি বৃন্দা কারাতের
Last Updated:
নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড। রবিবার থেকে দেশে বহাল হল এই নিয়ম। এদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেন। ফলে নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণের সাজা হিসেবে এখন থেকে মৃত্যুদণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে ।
#হায়দরাবাদ: নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড। রবিবার থেকে দেশে বহাল হল এই নিয়ম। এদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেন। ফলে নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণের সাজা হিসেবে এখন থেকে মৃত্যুদণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে ।
advertisement
ভারতের কমিউনিস্ট পার্টি (মাকর্সবাদী) তথা সিপিএমের পল্টিব্যুরো সদস্য বৃন্দা কারাত সিপিএমের ২২ তম পার্টি কংগ্রেসে পুনরায় নির্বাচিত হয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন সিপিএম মৃত্যুদণ্ডের বিরোধী ৷
advertisement
মৃত্যুদণ্ড কি আদৌ সমস্যার সমাধান করবে ? তাঁর মত এতে বিশেষ কোনও লাভ হবে না ৷ আগেও ধর্ষণের দায়ে অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি আখেরে ৷
আরও পড়ুন : যাত্রীবাহী বিমানের জানলা ভেঙে আহত ৩ যাত্রী
advertisement
সঙ্গে যোগ করেছেন কেন্দ্রীয় সরকার দেশে একের পর এক মর্মাহত হওয়ার মত ঘটনার দিক থেকে মানুষের নজর ফেরাতেই এই পদক্ষেপ নিয়েছে ৷ তিনি দাবি করেছেন দ্রুততার সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ৷ দেশের নারী সুরক্ষার ওপর জোর দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা সুনিশ্চিত করতে বলেছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2018 3:34 PM IST