Anubrata Mondal | ED: ৩ এপ্রিল পর্যন্ত তিহাড়েই অনুব্রত মণ্ডল, আজও হল না জামিনের মামলার শুনানি
- Published by:Satabdi Adhikary
- local18
- Written by:Rajib Chakraborty
Last Updated:
এদিন দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে ছিল অনুব্রত মণ্ডলের জামিন আবেদনের শুনানি। কিন্তু, বিচারপতি ছুটিতে থাকায় এদিন শুনানি হয়নি।
নয়াদিল্লি: অনেক চেষ্টা করেও রোখা যায়নি অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা। আসানসোল সংশোধনাগার থেকে দিল্লিতে ইডির সদর দফতর হয়ে আপাতত, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূলনেতার ঠাঁই হয়েছে তিহাড় জেলে। একের পর এক আদালতে খারিজ হয়েছে জামিনের আবেদন। অনুব্রত মণ্ডলের কাছে মুক্তির অন্যতম আশা এখন দিল্লি হাইকোর্টে করা জামিনের আর্জি। কিন্তু, বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা থাকলেও হল না অনুব্রত মণ্ডলের জামিন আবেদনের শুনানি। ফের পিছিয়ে গেল দিন।
এদিন দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে ছিল অনুব্রত মণ্ডলের জামিন আবেদনের শুনানি। কিন্তু, বিচারপতি ছুটিতে থাকায় এদিন শুনানি হয়নি। ইডি এবং অনুব্রত উভয়পক্ষের আইনজীবীর সম্মতিতে পরবর্তী শুনানির দিন ২৯ মার্চ হিসাবে স্থির করা হয়েছে। তবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকছেন অনুব্রত।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার কি গ্রিন হচ্ছে কলকাতার ইয়েলো ট্যাক্সি! নতুন করে কোন বদলের ইঙ্গিত?
জানা গিয়েছে, দুই মাস পেরিয়ে গেলেও গরুপাচার কাণ্ডে এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়নি। এর উপরে রাউস অ্য়াভিনিউ আদালতের এক্তিয়ার, ইডির গ্রেফতারের পদ্ধতি, প্রোডাকশন ওয়ারেন্টর বৈধতা- এই চারটি বিষয়কে হাতিয়ার করে আদালতে তাঁর মক্কেলের হয়ে জামিনের আবেদন করতে চান অনুব্রত মণ্ডলের আইনজীবী। সওয়ালের অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টিকেও তুলে ধরা হবে বলে সূত্রের খবর। এর আগে গত ১৭ মার্চ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 23, 2023 11:51 AM IST