Amethi Cow Viral Story: গর্ভবতী না হয়েও ৭ বছর ধরে দুধ দিচ্ছে গাভী! আমেঠির ‘কামধেনু’-র আসল সত্য জানেন কি? শুনলে অবাক হবেন

Last Updated:

Amethi Cow Viral Story: আমেঠিতে এক রহস্যময় কালো গাভী, সন্তানবতী না হয়েও দুগ্ধ উৎপাদন করে নিয়মিত। আমেঠির বাসিন্দা ভোলানাথ মিশ্রকে ঘিরে আপাতত হইচই পড়ে গিয়েছে। তাঁর বাড়িতেই রয়েছে সেই গাভী।

আমেঠির গরুর গল্প
আমেঠির গরুর গল্প
আমেঠি: পুরাণ-বিশ্বাস বলে, কামধেনুর দুধ ফুরোয় না কোনও দিন। কিন্তু বাস্তবেও যে এমন গাভী দেখা যায়, তা বিশ্বাস করা কঠিন।
সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটে চলেছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, আমেঠিতে এক রহস্যময় কালো গাভী, সন্তানবতী না হয়েও দুগ্ধ উৎপাদন করে নিয়মিত। গত সাত বছর ধরেই না কি এমন হয়ে চলেছে। খুব সহজেই খবরের শিরোনামে উঠে এসেছেন সেই কৃষক ও তাঁর গাভী।
আমেঠির বাসিন্দা ভোলানাথ মিশ্রকে ঘিরে আপাতত হইচই পড়ে গিয়েছে। তাঁর বাড়িতেই রয়েছে সেই গাভী, যে সন্তানবতী না হয়েও দুধ দেয়।
advertisement
advertisement
ভোলানাথ জানিয়েছেন এক রাখি পূর্ণিমায় ওই গাভীর জন্ম হয়। সেই কারণেই পরিবারের সদস্যরা বছুরটির নাম রাখেন রাখি। জন্মের প্রায় বছর চারেক পর তার স্তনে দুধ আসতে শুরু করে। তাজ্জব হয়ে যায় গোটা পরিবার। কারণ গাভীটি কোনও সন্তানের জন্ম দেয়নি।
advertisement
খানিকটা ভয় পেয়েই পশুপালক ভোলানাথ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসকরাও বিস্মিত। ভোলানাথের দাবি, তারপর থেকে প্রায় ৭ বছর ধরে গাভীটি দুধ দিয়ে আসছে।
কৃষক ভোলানাথ মিশ্র বলেন, ‘আমরা দিনে দু’বার দোহন করি। প্রতিবারই ভাল দুধ পাওয়া যায়। হ্যাঁ, এটা বিরল বিষয়। কিন্তু এরকমই তো হচ্ছে গত ৭ বছর ধরে।’
advertisement
যদিও বিষয়টি একেবারেই বিজ্ঞানসম্মত বলে জানিয়েছেন পশু চিকিৎসক। তিনি জানান, বয়ঃসন্ধির পর থেকে এই গাভীটি একেবারে স্বাভাবিক। যদিও সে গর্ভবতী হয় না। আসলে নিয়মিত মিলনের পরে শরীরে অক্সিটোসিনের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। তাই অবিরাম দুধ উৎপাদিত হচ্ছে। স্বাভাবিক প্রক্রিয়ায় গাভী গর্ভবতী হলেই তার হরমোনের মাত্রা বেড়ে যায়। ফলে স্তনে দুধ আসে। কিন্তু এই গরুর হরমোন ক্ষরণের স্তর নির্দিষ্ট থাকে। সেজন্যই একটানা দুধ উৎপাদন চলছে। এটা খুবই বিরল। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতেই সিক্রেশন হচ্ছে।
advertisement
ভোলানাথ জানান, সাত বছর পরেও গাভীটি প্রায় ৫ লিটার দুধ দেয় প্রতিদিন। তিনি বলেন, ‘আমরা চিকিৎসাও করাচ্ছি গাভীটির, যাতে সে গর্ভবতী হতে পারে। সন্তানধারণ করলে ওর দুধ উৎপাদনও হয়তো স্বাভাবিক হয়ে যাবে।’
তবে কি এই দুধ আদৌ স্বাস্থ্যকর নয়?
চিকিৎসক বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এক্ষেত্রেও স্বাভাবিক ভাবেই দুগ্ধক্ষরণ হচ্ছে। এইচএফ ক্রস প্রজাতির এই গরুটির দুধের যে যে গুণ থাকার কথা, সবই রয়েছে। তাই কোনও ধরনের ক্ষতির সম্ভাবনা নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amethi Cow Viral Story: গর্ভবতী না হয়েও ৭ বছর ধরে দুধ দিচ্ছে গাভী! আমেঠির ‘কামধেনু’-র আসল সত্য জানেন কি? শুনলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement