হোম /খবর /পূর্ব বর্ধমান /
ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে যৌন হেনস্থা! মন্তেশ্বরের ঘটনায় শিউরে উঠল এলাকা

East Burdwan News: ঝাড়ফুঁকের নাম করে নাবালিকাকে যৌন হেনস্থা! মন্তেশ্বরের ঘটনায় শিউরে উঠল এলাকা

মন্তেশ্বর থানার পুলিশ

মন্তেশ্বর থানার পুলিশ

East Burdwan News: মেয়ের অভিযোগের ভিত্তিতে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) আইনে থানায় মামলা রুজু করা হয় ওই দিন রাতেই। মামলার ভিত্তিতে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মন্তেশ্বর: ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠেছে পূর্ব বর্ধমান জেলা। এক নাবালিকাকে ঝাড়ফুঁক করার নাম করে যৌন হেনস্থা করা হয়। এমনই অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরে, গত শুক্রবার সন্ধ্যায়।

অভিযোগ, নাবালিকাকে ঝাড়ফুঁক করার জন্য বাড়িতে নিয়ে যায় সেই ব্যক্তি। অভিযুক্ত সেখানেই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার পর পরিবারের সবাইকে সব জানায় ওই নাবালিকা। তাঁর পরিবারের পক্ষ থেকে শুক্রবার মন্তেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ

আরও পড়ুন: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!

মেয়ের অভিযোগের ভিত্তিতে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ আইন (পকসো) আইনে থানায় মামলা রুজু করা হয় ওই দিন রাতেই। মামলার ভিত্তিতে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে মন্তেশ্বর থানার পুলিশ। শনিবার ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

নবকুমার রায়

Published by:Teesta Barman
First published:

Tags: Harassment, Minor Girl