গোসাবা: আবারও বাঘের কবলে পড়লেন মৎস্যজীবী। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ব্যক্তির। নিখোঁজ মৎস্যজীবির নাম বিশ্বনাথ মন্ডল। বয়স ৩৫ বছর। শুক্রবার সুন্দরবনের ঝিলার জঙ্গলে ঘটনাটি ঘটে। অনেক খুঁজেও এদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি বিশ্বনাথের।
বন দফতর ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ইমলিবাড়ির বাসিন্দা বিশ্বনাথ দুই সঙ্গী সুবর্ণ মিস্ত্রি ও বিজন মিস্ত্রিকে নিয়ে বেরিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে। গ্রামের উল্টোদিকের জঙ্গল লাগোয়া নদী। খাঁড়িতে যখন মাছ, কাঁকড়া ধরছিলেন তখন একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে বিশ্বনাথের উপর। ঘাড়ে কামড় বসিয়ে তাঁকে মুহূর্তের মধ্যে জঙ্গলে টেনে নিয়ে যায়।
আরও পড়ুন: উত্তরবঙ্গ যাবেন? শিয়ালদহ থেকে ট্রেন বাতিলের পর জানুন নয়া সময় ও পথ, এড়ান দুর্ভোগ
আরও পড়ুন: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!
দুই সঙ্গী অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি বিশ্বনাথকে। বাঘের হাত থেকে বিশ্বনাথকে বাঁচাতে তাঁরা নৌকার বৈঠা নিয়ে বাঘের সঙ্গে লড়াই করার চেষ্টা করেন। কিন্তু কোনও প্রতিরোধই কাজ হয়নি। ঘাড়ে কামড় দিয়ে শিকারকে টেনে নিয়ে জঙ্গলে উধাও হয়ে যায় সেই বাঘ।
গ্রামে ফিরে বিষয়টি জানালে সেখানে নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি গ্রামের মানুষজন সঙ্গে সঙ্গে জঙ্গলে এসে খোঁজাখুঁজি শুরু করলেও কোন খোঁজ মেলেনি বিশ্বনাথের। বিষয় সম্পর্কে কিছুই জানা নেই বলে বক্তব্য বন দফতরের।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।