Covid Vaccination: ভ্যাক্সিনেশনেও লিঙ্গ বৈষম্য! মহিলাদের চেয়ে বেশি টিকা পুরুষদের, ব্যতিক্রম বাংলা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid Vaccination: ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র নয়টি — অন্ধ্রপ্রদেশ, বিহার, অসম, ছত্তিশগড়, কেরল, ওড়িশা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে মহিলাদের বেশি টিকা দেওয়া হয়েছে৷
#নয়া দিল্লি: প্রবল বেগে দেশে চলছে করোনা মহামারীর হাত থেকে বাঁচতে ভ্যাক্সিনেশন (Covid Vaccination)। কত কত ভ্যাক্সিন প্রত্যহ পেয়ে যাচ্ছেন ভারতের মানুষ তার পরিসংখ্যানও সময় বুঝে পৌঁছে দেওয়া হচ্ছে নাগরিকদের কানে, নাগরিকদের সোশ্যাল মিডিয়ায়। তবে এর মাঝেও প্রকট হয়ে দেখা দিয়েছে লিঙ্গ বৈষম্য! সারা দেশ জুড়ে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার টিকার ক্ষেত্রে ১৫৮ কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কিন্তু এই টিকাকরণের ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন ভারতের মহিলারা। ১৮ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যানুসারে মহানগরগুলিতে পুরুষ ও মহিলাদের টিকা পাওয়ার ক্ষেত্রে যে ব্যবধান তা বেশ চোখে পড়ার মতোই। তবে এর মধ্যেই ব্যতিক্রম পশ্চিমবঙ্গ!
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, ১৮ জানুয়ারি পর্যন্ত, মুম্বইয়ে ১.১০ কোটি পুরুষের ভ্যাক্সিনেশনের(Covid Vaccination) তথ্য মিলেছে। যেখানে মহিলাদের সংখ্যাটা ৭৬.৯৮ লক্ষ। প্রতি হাজার পুরুষে যেখানে মহিলার সংখ্যা ৬৯৪ জন। এমনকি গত আদমশুমারিতেও এই মহানগরের লিঙ্গ অনুপাত ছিল ৮৩২। টিকাকরণের অনুপাত এর চেয়ে ঢের কম।
advertisement
advertisement
ওই প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি রাজধানী দিল্লিতেও খানিক একই রকম। দিল্লিতে গত এক বছরে ১.২২ কোটি মহিলা টিকা নিয়েছেন, যেখানে পুরুষের সংখ্যাটা ১.৬৪ কোটি। অর্থাৎ প্রতি হাজার পুরুষে ৭৪২ জন মহিলা। শেষ আদমশুমারি অনুসারে, দিল্লির লিঙ্গ অনুপাত হল ৮৬৮৷
advertisement
ভারতে, প্রতি ১০০০ জন পুরুষে মহিলার সংখ্যা ৯৫৪ জন, এই অনুপাতেই ১৫৮ কোটিরও বেশি টিকাকরণ(Covid Vaccination) হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র নয়টি — অন্ধ্রপ্রদেশ, বিহার, অসম, ছত্তিশগড়, কেরল, ওড়িশা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে মহিলাদের বেশি টিকা দেওয়া হয়েছে৷
advertisement
উত্তর প্রদেশ সরকারের তথ্যানুসারে রাজ্যজুড়ে ২৩.৬৫ কোটি টিকা দেওয়া হয়েছে। ভারতের মধ্যে সর্বোচ্চ এই রাজ্যেই টিকাকরণ(Covid Vaccination) হয়েছে। সেখানেও ১২.১৮ কোটি ডোজ পেয়েছেন পুরুষরা, মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা ১১.৪১ কোটি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2022 6:30 PM IST