Covid Deaths Jaipur: ফের করোনার থাবা, এবার শিকার ২! জয়পুরে দুজনের মৃত্যু, সতর্ক স্বাস্থ্য বিভাগ

Last Updated:

Covid Deaths Jaipur: জয়পুরে এই বছরে করোনায় দু’জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, যার মধ্যে একজন SMS হাসপাতালে ও অন্যজন রাজস্থান হাসপাতালে মারা যান, বিস্তারিত জানুন...

ফের করোনার থাবা, এবার শিকার ২! জয়পুরে দুজনের মৃত্যু, সতর্ক স্বাস্থ্য বিভাগ
ফের করোনার থাবা, এবার শিকার ২! জয়পুরে দুজনের মৃত্যু, সতর্ক স্বাস্থ্য বিভাগ
জয়পুর: রাজস্থানের রাজধানী জয়পুরে এই বছর করোনায় দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। প্রথম মৃত্যু হয়েছে জয়পুরের SMS হাসপাতালে ভর্তি এক অজ্ঞাত রোগীর, এবং দ্বিতীয় মৃত্যু হয়েছে জয়পুরের রাজস্থান হাসপাতালে।
এই খবর সামনে আসতেই জয়পুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। SMS হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার এক অজানা রোগী মারা যান এবং তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। হাসপাতাল প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা যাবে তিনি করোনা ভাইরাসের কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
advertisement
advertisement
২৬ মে রাজস্থানে করোনা আপডেট – ২৬ মে তারিখে রাজস্থানে নতুন করে ৮ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৩টি জোধপুর AIIMS-এ, এবং বাকি এক-একটি করে SNMC জোধপুর, RNT উদয়পুর, রাজস্থান হাসপাতাল (জয়পুর), B. Lal ল্যাব (জয়পুর), এবং EHCC (জয়পুর)-এ শনাক্ত হয়েছে। আক্রান্তরা ২৬ থেকে ৫৫ বছর বয়সী।
advertisement
আক্রান্তদের তালিকা: ২৬ বছর বয়সী মহিলা, ডিডওয়ানা, ৪০ দিনের শিশু, ৫৫ বছর বয়সী মহিলা, জোধপুর, ৫৫ বছর বয়সী পুরুষ, জোধপুর, ২৯ বছর বয়সী মহিলা, উদয়পুর, ২৬ বছর বয়সী পুরুষ, জয়পুর, ৩৫ বছর বয়সী পুরুষ, জয়পুর, ৩৬ বছর বয়সী মহিলা, জয়পুর৷
advertisement
২৫ মে (রবিবার) রাজ্যে ৩টি নতুন সংক্রমণ ধরা পড়ে—একটি জোধপুর, একটি উদয়পুর এবং একটি জয়পুরে। আক্রান্তদের মধ্যে একজন ২ মাসের শিশু, যিনি বর্তমানে জোধপুর AIIMS-এর NICU-তে ভর্তি রয়েছেন। শিশুটি নাগৌরের ডিডওয়ানা এলাকার।
এ বছর এখনো পর্যন্ত রাজস্থানে মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। একজন মৃত ব্যক্তি ছিলেন ২৬ বছর বয়সী, জয়পুরের বাসিন্দা এবং টিবি রোগে আক্রান্ত। তিনি গত দুই মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৫ মে তার মৃত্যু হয়। ২৪ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বাংলা খবর/ খবর/দেশ/
Covid Deaths Jaipur: ফের করোনার থাবা, এবার শিকার ২! জয়পুরে দুজনের মৃত্যু, সতর্ক স্বাস্থ্য বিভাগ
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement