Mafia Torture Viral video: জেসিবি থেকে উল্টো করে ঝুলিয়ে ব্যক্তিকে প্রচণ্ড মারধর! মাফিয়ার দাপটে ভয়ে কাঁপছে এই জায়গা, দেখুন সেই হাড়হিম করা ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mafia Torture Viral video: এক ব্যক্তিকে JCB-তে উল্টো ঝুলিয়ে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় উত্তাল রাজনীতি। কংগ্রেস নেতারা প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিজেপি সরকারের প্রশ্রয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি, বিস্তারিত জানুন...
বেওয়ার: রাজস্থানের বেওয়ার থানা এলাকার একটি নৃশংস ঘটনার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে এক মাফিয়া একটি ব্যক্তিকে জেসিবি মেশিনে উল্টো করে ঝুলিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে।
এই হৃদয়বিদারক ভিডিওটি কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাসরা তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছেন। একইসঙ্গে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও ভিডিও শেয়ার করে রাজ্যের প্রশাসনকে তুলোধোনা করেছেন।
আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা! বেসরকারি স্কুলে ভয়াবহ ব্যাটারি বিষ্ফোরণে ১২ শিশু আহত, আশঙ্কাজনক অবস্থায় ৩
advertisement
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশ ও প্রশাসনকে প্রশ্ন করেছেন – “রাজস্থানে এই মাফিয়া রাজ আর কতদিন চলবে? জনগণ জানতে চাইছে, পুলিশ-প্রশাসনের মদতে চলা এই ভয়ঙ্কর খেলা কবে থামবে?”
advertisement
এই ভাইরাল ভিডিওটি রাজস্থানের রায়পুরের বেওয়ার থানার অন্তর্গত গুড়িয়া গ্রামের বলে জানা গেছে। এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি, যার জেরে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কংগ্রেস নেতারা বলছেন, এই ভয়ঙ্কর ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা, পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিজেপি শাসনে অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি প্রকাশ্যে এনে দিয়েছে।
আরও পড়ুন: ২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারাম ফিরলেও, এখনও অপেক্ষায় তার মা…
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মাফিয়া জেসিবির মাধ্যমে একজনকে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে পেটাচ্ছে। তাকে শিকল দিয়ে জেসিবিতে ঝুলিয়ে রেখে লাঠি দিয়ে মারছে। মার খেতে খেতে ওই ব্যক্তি চিৎকার করছে, তবুও মাফিয়া তাকেই পা সোজা করতে বলছে। এই দৃশ্য প্রশাসনের ব্যর্থতা এবং রাজ্যে বেড়ে চলা অপরাধের নগ্ন চিত্র তুলে ধরেছে।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি একজন ইতিহাস প্রসিদ্ধ অপরাধী – তেজপাল সিং উদারত। অভিযোগ, তিনি তাঁর ফার্মহাউসে এক ডাম্পার চালককে ডিজেল চুরির সন্দেহে জেসিবিতে ঝুলিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে মারধর করেন। এই ভিডিও সেই নির্যাতনের প্রমাণ।
advertisement
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, তেজপাল সিংয়ের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পান না। বহু বছর ধরে সে এলাকার মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে। ভিডিও সামনে এলেও পুলিশ এখনো নিশ্চুপ, যা বহু প্রশ্নের জন্ম দিচ্ছে।
राजस्थान से सामने आया दिल दहलाने वाला वीडियो pic.twitter.com/kuAbtrN3sU
— Namrata Mohanty (@namrata0105_m) May 24, 2025
advertisement
এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন বা পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। গোবিন্দ সিং দোতাসরা বিজেপি সরকারের প্রতি আক্রমণ করে বলেন, “এই অপরাধের ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক আশ্রয় কে দিচ্ছে, তার তদন্ত দরকার। একইসঙ্গে যারা দায়িত্বে থেকেও উদাসীন থেকেছে, সেই পুলিশদেরও নিরপেক্ষ তদন্তের আওতায় আনতে হবে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 5:26 PM IST