Covid Cases In India: কিছুটা স্বস্তি! দেশে খানিকটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Covid Cases In India: শেষ ২৪ ঘণ্টা কিছুটা হলেও কমেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা।
নয়া দিল্লি: কিছুটা কমল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ কয়েকদিন ধরে দেশে দৈনিক ১০ হাজারের বেশি করোনা আক্রান্তের সংখ্যা রিপোর্ট আসছিল। তবে শেষ ২৪ ঘণ্টা কিছুটা হলেও কমেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জারি করা রিপোর্টে বলা হয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৭,১৭৮টি নতুন কেস পাওয়া গেছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৫ হাজার।
advertisement
৬৯ দিনের পরে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের কিছুটা কমেছে। দেশে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের।দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫,৩১,৩৪৫। পরিসংখ্যান অনুযায়ী, দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬৫,৬৮৩। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪.৪৮ কোটি। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।
advertisement
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে মোট করোনা থেকে সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৩,০১,৮৬৫-তে। দেশে মৃত্যুর হার শতাংশ ১.১৮ শতাংশ। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, টিকাকরণ অভিযানের দেশে এখনও পর্যন্ত কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে ২২০.৬৬ কোটি ডোজ।
advertisement
দেশে শেষ কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। ফলে ফের করোনা পরিস্থিতি নিয়ে দুচিন্তা তৈরি হচ্ছিল। তবে এদিন কিছুটা স্বস্তি দিয়ে কমেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:05 PM IST