Covid-19 Update in India: একদিনে ২,৩৩৮ করোনা সংক্রমণ এই দেশে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত ১৯

Last Updated:

New Coronavirus Cases: এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে এখন ৪,২৬,১৫,৫৭৪, মৃত্যুর হার ১.২২ শতাংশ।

India Records 2,338 Covid Cases
India Records 2,338 Covid Cases
#নয়াদিল্লি: মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ভারতে একদিনে ২,৩৩৮ জন নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন। যার ফলে এই মুহূর্তে সংক্রমণের সংখ্যা ৪,৩১,৫৮,০৮৭-এ পৌঁছেছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা ১৭,৮৮৩। করোনা আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু ঘটায় মোট মৃতের সংখ্যা বেড়ে এখন ৫,২৪,৬৩০।
স্বাস্থ্য মন্ত্রকের মতে, সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ এবং COVID-19 থেকে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ। দৈনিক পজিটিভিটির হার ০.৬৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬১ শতাংশ। COVID-19 শনাক্ত করার জন্য মোট ৮৫.০৪ কোটি পরীক্ষা করা হয়েছে যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩,৬৩,৮৮৩ টি। এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে এখন ৪,২৬,১৫,৫৭৪, মৃত্যুর হার ১.২২ শতাংশ।
advertisement
advertisement
দেশে করোনা টিকাকরণ অভিযানের অধীনে এখনও অবধি ১৯৩.৪৫ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লাখ, ২৩ অগাস্ট ছিল ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর তা ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখের সীমা অতিক্রম করে করোনা সংক্রমণ এবং ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণের রেকর্ড গড়ে এই দেশ।
advertisement
গত বছরের ২৩ জুন দুই কোটি এবং ৪ মে তিন কোটি কোভিড-১৯ সংক্রমণের ভয়াবহ মাইলফলক অতিক্রম করে এই দেশ। নতুন করে এই রোগে আক্রান্ত হয়ে যে ১৯ জনের মৃত্যু ঘটেছে তাঁদের মধ্যে কেরলের বাসিন্দা ১৭ জন এবং রাজস্থান ও দিল্লির একজন করে বাসিন্দা রয়েছেন।
advertisement
মহারাষ্ট্র থেকে ১,৪৭,৮৫৯ জন, কেরল থেকে ৬৯,৭৪০ জন, কর্ণাটক থেকে ৪০,১০৬ জন, তামিলনাড়ু থেকে ৩৮,০২৫ জন, দিল্লি থেকে ২৬,২০৯ জন, উত্তর প্রদেশ থেকে ২৩,৫১৯ জন, পশ্চিমবঙ্গ থেকে ২৩,৫১৯ জন এবং উত্তরপ্রদেশ থেকে মোট ৫,২৪,৬৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি ৭০ শতাংশেরও বেশি মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।
“আমাদের পরিসংখ্যানগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে,” ওয়েবসাইটে জানিয়েছে মন্ত্রক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19 Update in India: একদিনে ২,৩৩৮ করোনা সংক্রমণ এই দেশে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত ১৯
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement