Covd-19 Vaccination: মোদিজির ‘সবকা প্রার্থনা’ মন্ত্রকে সঙ্গী করে দেশের ৮০% প্রাপ্তবয়স্ককেই দেওয়া হয়েছে করোনার দু'টি টিকা স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

Coronavirus in India: ভারতবর্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০ শতাংশকেই করোনাভাইরাস ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়ার ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে, একটি ট্যুইটে জানান মনসুখ মাণ্ডব্য।

#নয়াদিল্লি: ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার আশি শতাংশকেই COVID-19-এর দু’টি টিকাই (Covd-19 Vaccination) দেওয়া হয়েছে। শনিবার এমনইটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya)। সরকারি তথ্য অনুসারে, সারা ভারতবর্ষ জুড়ে COVID-19 ভ্যাকসিনের ডোজের (COVID-19 vaccine) সংখ্যা ১৭৫ কোটি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশে স্বাস্থ্য পরিষেবা কর্মী (HCWs), ফ্রন্টলাইন কর্মী (FLWs) এবং ৬০ বছর বা তার বেশি বয়সী কো-মর্বিডিটি আক্রান্তদের দেওয়া হয়েছে ১.৮৪ কোটিরও বেশি (১,৮৪,২৭,০৮৭) সতর্কতামূলক ডোজ (Covd-19 Vaccination)।
ভারতবর্ষ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮০ শতাংশকেই করোনাভাইরাস ভ্যাকসিনের (Covd-19 Vaccination) দু’টি ডোজ দেওয়ার ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে, একটি ট্যুইটে জানান মনসুখ মাণ্ডব্য। “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ‘সবকা প্রার্থনা’ মন্ত্রকে সঙ্গী করে, দেশ ১০০ শতাংশ টিকাদানের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে,” লিখেছেন তিনি।
advertisement
advertisement
সরকারি তথ্য অনুসারে, দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৬.৫ শতাংশই কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে। ১৫-১৮ বছর বয়সী ২ কোটিরও বেশি কিশোর-কিশোরীরা COVID-19 ভ্যাকসিনের (Covd-19 Vaccination) দু’টি ডোজই পেয়েছে বলে জানিয়েছে সরকার।
দেশব্যাপী টিকাদান অভিযান শুরু হয়েছিল গত বছরের ১৬ জানুয়ারি। প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরাসরি জড়িত কর্মীদেরই এই টিকা দেওয়া হয়েছিল। গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের করোনা টিকা দেওয়া শুরু হয়। কোভিড টিকাদানের পরবর্তী ধাপটি গত বছরের ১ মার্চ থেকে শুরু হয়। নির্দিষ্ট কো-মর্বিডিটি থাকা ৬০ বছরের বেশি বয়সী এবং ৪৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। গত বছরের ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাদান শুরু হয় এই দেশে।
advertisement
এরপর কেন্দ্র সরকার গত বছরের ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়ার অনুমতি দিয়ে টিকা অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য চলতি বছরের ৩ জানুয়ারি থেকে COVID-19 টিকা দেওয়ার পরবর্তী দফা শুরু হয়েছে।
দেশে ওমিক্রনের তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত শুরু হতেই এই বছরের ১০ জানুয়ারি থেকে HCW, FLW সহ নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের এবং ৬০ বছর বা তার বেশি বয়সী কো-মর্বিডিটি আক্রান্ত ব্যক্তিদেরকে কোভিড ভ্যাকসিনের সতর্কতামূলক ডোজ দেওয়াও শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covd-19 Vaccination: মোদিজির ‘সবকা প্রার্থনা’ মন্ত্রকে সঙ্গী করে দেশের ৮০% প্রাপ্তবয়স্ককেই দেওয়া হয়েছে করোনার দু'টি টিকা স্বাস্থ্যমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement