New Covid-19 Case and Deaths: একদিনে ভারতে কোভিড-১৯ আক্রান্ত ৩,৪৫১ জন! মৃত ৪০ জন
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Coronavirus Updates in India: কোভিডে প্রাণ গিয়েছে ৪০ জনের। মৃতদের মধ্যে ৩৫ জনই কেরলের।
#নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে ভারতে নতুন করে একদিনে ৩,৪৫১ টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে। দেশে এই মুহূর্তে সক্রিয় সংক্রমণের সংখ্যা ২০,৬৩৫ এবং মোট সংক্রমণের সংখ্যা বেড়ে ৪,২৫,৫৭,৪৯৫। তথ্যে আরও বলা হয়েছে কোভিডে প্রাণ গিয়েছে ৪০ জনের। মৃতদের মধ্যে ৩৫ জনই কেরলের। গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর পরিসংখ্যান যুক্ত হয়ে দেশে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এখন ৫,২৪,০৬৪। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে কোভিড-১৯ থেকে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ।
দৈনিক পজিটিভিটির হার ০.৭৮ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৭৯ শতাংশ বলে জানিয়েছে মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দিল্লিতে ১,৪০৭ টি নতুন কোভিড সংক্রমণ এবং দু’জনের মৃত্যু ঘটেছে। দৈনিক পজিটিভিটির হার খানিক কমে এখন ৪.৭২ শতাংশ। এক দিন আগেই দিল্লিতে করোনাভাইরাস শনাক্ত করার জন্য মোট ২৯,৮২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।
advertisement
advertisement
শুক্রবার দিল্লিতে ১,৬৫৬ টি COVID-19 সংক্রমণের খবির মিলেছিল এবং কারও মৃত্যুর খবর মেলেনি। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে শনিবার ১১ টি নতুন COVID-19 সংক্রমণ ঘটেছে। যার ফলে এই অঞ্চলে সংক্রমণের সংখ্যা এখন ৪,৫৪,০৯৯। দিল্লির সামগ্রিক COVID-19 সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ১৮,৯২,৮৩২, মৃতের সংখ্যা ২৬,১৭৯।
advertisement
শনিবার তেলঙ্গানায় ৪২ টি নতুন কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে যার ফলে মোট সংক্রমণেরত সংখ্যা ৭,৯২,২৯৫ এ দাঁড়িয়েছে। হায়দরাবাদে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ঘটেছে, ২৯ টি।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন। কোভিড মহামারীতে মৃত্যুর সংখ্যা এখানে ৪,৭৫১, গত ২৪ ঘণ্টায় এই রোগের সঙ্গে যুক্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2022 8:58 AM IST