Coronavirus: বাড়ছে সর্দিজ্বর! চলছে করোনা পরীক্ষা, মধ্যপ্রদেশে কড়া প্রশাসন!

Last Updated:

মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ক্রমশ বাড়ছে সর্দি-কাশির রোগী। ফলে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনও এ নিয়ে উদ্বিগ্ন।

বাড়ছে সর্দিজ্বর! চলছে করোনা পরীক্ষা, মধ্যপ্রদেশে কড়া প্রশাসন!
বাড়ছে সর্দিজ্বর! চলছে করোনা পরীক্ষা, মধ্যপ্রদেশে কড়া প্রশাসন!
মধ্যপ্রদেশ: দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় ক্রমশ বাড়ছে সর্দি-কাশির রোগী। ফলে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনও এনিয়ে উদ্বিগ্ন।
সারাদেশে করোনা রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজগড় জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। এলাকার বাসিন্দাদের মধ্যে যাঁদেরই করোনার মতো উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের লালারসের নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে তা আদৌ কোভিড কি না!
গত প্রায় এক মাস ধরে রাজগড় এলাকার আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। এমনিতেই এসময় সর্দি কাশি লেগে থাকে ঘরে ঘরে। দিনের বিভিন্ন সময় কখনও বৃষ্টি, কখনও ঠান্ডা হাওয়া, আবার কখনো প্রচণ্ড গরম— খামখেয়ালি প্রকৃতি। এই পরিবর্তিত আবহাওয়ার কারণেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেক সময় স্বাস্থ্যের দ্রুত অবনতিও ঘটছে। ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে দ্রুত।
advertisement
advertisement
হিসেব বলছে গত ১৫ দিনে, শুধুমাত্র রাজগড় জেলাতেই সর্দি, কাশি এবং জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫ হাজার বেড়েছে। বিভিন্ন বয়সের রোগী আসছেন চিকিৎসকের কাছে, অনেকেই আসছেন হাসপাতালেও।
সকাল থেকেই হাসপাতালে বহির্বিভাগে রোগীদের লাইন পড়ে যাচ্ছে। সরকারি ওষুধ ও শারীরিক পরীক্ষার সুবিধা যাঁরা পাচ্ছেন না, তাঁরা ভিড় জমাচ্ছেন বেসরকারি মেডিকেল ল্যাব বা বেসরকারি হাসপাতালে। এই ছবিটা যেমন শহরের, তেমনই গ্রামাঞ্চলেও। জ্বর, সর্দি, কাশিতে ভোগা রোগীর সংখ্যা বাড়ছে।
advertisement
জেলায় ক্রমবর্ধমান সর্দি-কাশি রোগীর সংখ্যা এবং সারাদেশে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজগড় প্রশাসনের পক্ষ থেকে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিকিৎসক অজয় সাকসেনা বলছেন, পরিবর্তনশীল আবহাওয়ার কারণে রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, সর্দি-কাশি, জ্বরে আক্রান্ত রোগীদের সময় মতো ডাক্তার দেখাতে হবে। শুধু তাই নয়, সামান্য সর্দি-কাশি হলেও মাস্ক পরতে হবে যাতে কোনও ভাবেই রোগ ছড়িয়ে না পড়ে। এড়িয়ে চলতে হবে জনবহুল স্থানে যাওয়া। প্রয়োজনে সেরকম জায়গায় গেলে সঙ্গে অবশ্যই রাখতে হবে মাস্ক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus: বাড়ছে সর্দিজ্বর! চলছে করোনা পরীক্ষা, মধ্যপ্রদেশে কড়া প্রশাসন!
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement