Coronavirus New Symptoms: সরকারিভাবে তালিকাভুক্ত হল কোভিডের এই ৯টি নয়া উপসর্গ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার হদিশ মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র
#নয়াদিল্লি: ফের ভয় দেখাচ্ছে করোনাভাইরাস। হু-হু করে করোনা সংক্রামিতের সংখ্যা বাড়ছে চিনে। দু’বছর আগে করোনার প্রথম স্ফীতির পর ৩ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হল চিনে। রবিবার চিনের স্বাস্থ্য কমিশনের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩,১৪৬ জন।
ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার হদিশ মিলল করোনাভাইরাসের নয়া রূপ এক্সই-র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনাভাইরাসের এই নয়া রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। এখনও পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী।
advertisement
advertisement
এতদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের মূল উপসর্গগুলি ছিল জ্বর, লাগাতার সর্দি-কাশি, ঘ্রাণ ও স্বাদ চলে যাওয়া। কিন্তু এখন করোনা সংক্রমণের ৯টি নতুন উপসর্গ দেখা যাচ্ছে এবং এই উপসর্গগুলি সরকারিভাবে তালিকাভুক্তও করা হয়েছে (Coronavirus New Symptoms)।
কোভিডের নয়া উপসর্গের মধ্যে রয়েছে, শ্বাসের কষ্ট, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা, নাক দিয়ে জল পড়া অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, খিদে কমে যাওয়া, ডায়েরিয়া, জ্বরজ্বর ভাব অথবা জ্বর আসা।
advertisement
রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হলেন ১,০৯৬ জন মানুষ। করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,২৬০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা ঠিক গত দিনের মতোই। ৮৩ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২১,৩৪৫ জন। তবে কেন্দ্রের তথ্য বলছে, সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2022 7:54 PM IST