Corona Cases: শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৩০০! দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ

Last Updated:

Corona Cases: রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের হয়েছেন ১,৩০০ জন।

দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ
দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ
নয়া দিল্লি: দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। গত একদিনে দেশে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনাতে। রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের হয়েছেন ১,৩০০ জন। অন্যদিকে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৭১৮ জন।
এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্ত হয়েছেন ৪,৪১,৬০,৯৯৭ জন। সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭,৬০৫ জন। গুজরাতে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তারপরেই রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্য কেরল এবং তামিলনাড়ু।
advertisement
বিষয়টি নিয়ে বুধবার বিকেলে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া, প্রধানমন্ত্রীর দফতরের প্রধান সচিব পিকে মিশ্র, মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, নীতি আয়োগের সদস্য ভিকে পল-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা।
advertisement
বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সম্যক ধারণা রাখতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোভিড সতর্কতা এবং বিধিগুলি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে কোভিডের ওষুধের যোগান সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে করোনা পরীক্ষা আরও করানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা টেস্ট হয়েছে ৮৯,০৭৮টি।
বাংলা খবর/ খবর/দেশ/
Corona Cases: শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৩০০! দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement