করমণ্ডল দুর্ঘটনার পিছনে নাশকতা? রেল বলছে, কোনও কর্মী পলাতক নয়!

Last Updated:

Coromandel train accident: করমণ্ডল দুর্ঘটনার পর পলাতক রেলকর্মী। ডানকুনিতে এল সিবিআই।

ওড়িশায় রেল দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু৷
ওড়িশায় রেল দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু৷
বাহানাগা: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পিছনে নাশকতা? জানা যাচ্ছিল, সিবিআইয়ের রেডারে ছিলেন এক রেলের কর্মী।
সোমবার গভীর রাত পর্যন্ত সিবিআই টিম ওড়িশার বিভিন্ন জায়গা ও হুগলির ডানকুনি এবং পূর্ব মেদিনীপুরে অভিযান করে। এমনও খবর শোনা যায়। সিবিআই সূত্রে খবর ছিল, ওড়িশার সোরো, কেন্দাপড়া, বাহানাগা বাজারে সিগন্যাল ও রিলে রুমের দায়িত্ব ছিল খড়গপুর ডিভিশনের সিগন্যাল বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ারের ওপর।
তাঁর উপর দায়িত্ব ছিল বলে জানতে পেরেছে সিবিআই। সোরো থানার করমপুরে ভাড়া থাকতেন তিনি। করমণ্ডল ট্রেন দুর্ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে সোমবার ডানকুনি ও পূর্ব মেদিনীপুরে অভিযান চালায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা।
advertisement
advertisement
আরও পড়ুন- বর্ষাতেও তাপপ্রবাহ এই রাজ্যগুলিতে! রয়েছে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টির পূর্বাভাসও!
যদিও রেলের তরফে জানানো হয়েছে, তাদের কোনও কর্মী পলাতক নন।
প্রসঙ্গত, গত ২ জুন বালেশ্বরে কাছে বাহানাগা স্টেশন বাজারের লেভেল ক্রসিংয়ের কাছে আপ করমন্ডল একপ্রেস, লুপ লাইনে থাকা মালগাড়ি , ডাউনে যশবন্তপুর একপ্রেসের মধ্যে ভয়াবহ ট্রেন এক্সিডেন্ট ঘটে।
advertisement
ঘটনায় ট্রেনের বগি লন্ডভন্ড হয়ে যায়। মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছিল বলে জানা যায় সরকারি হিসাবে। এছাড়াও বহু মানুষ আহত হন। মৃতদেহ উদ্ধারের পর বাহানাগা হাই স্কুলে ২০০-র বেশি নিথর দেহ রাখা হয়েছিল। পরে মর্গে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর সেখানে কিছু দিন ট্রেন চলাচল ব্যাহত ছিল। তার কয়েকদিন পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এমনকী বাহানাগা স্কুলের প্রাইমারি সেকশন ও প্রেয়ার রুম যেহেতু ব্যবহার হয়েছিল, তাই সেই পার্ট ভেঙে নতুন করে স্কুল তৈরী নির্দেশ দেয় ওড়িশা সরকার।
advertisement
আরও পড়ুন- হাতখরচের ২ হাজার টাকা দেয়নি বাবা, রাগে বাবার মাথা থেঁতলে খুন করল ছেলে
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায়  সিবিআই  ঘটনাস্থলে যায়  ৬ জুন । স্টেশন-এর ওভারব্রিজে সিবিআই টিম ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি করে । কত ডিস্টেন্স থেকে কীভাবে দুর্ঘটনা ঘটল তার রূপরেখা তৈরীর জন্য।ঘটনাস্থল  সরোজমিনে খতিয়ে দেখে সিবিআই।
advertisement
ARPITA HAZRA
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করমণ্ডল দুর্ঘটনার পিছনে নাশকতা? রেল বলছে, কোনও কর্মী পলাতক নয়!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement