Coromandel Express: দুর্ঘটনার চার দিন পর আজ থেকে ফের পুরনো ট্র‍্যাকেই দৌড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস

Last Updated:

আপ লাইনের দিকে কাজ চলায় দুর্ঘটনাগ্রস্ত রেলের ইঞ্জিন, কামরা সব পড়ে রয়েছে ৷ এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক ব্যাগ-সহ নানা জিনিস ৷ চাপ চাপ রক্তের দাগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলোতে।

আবীর ঘোষাল, কলকাতা: দুর্ঘটনার চার দিন পর আজ, বুধবার থেকে ফের পুরনো ট্র‍্যাকেই দৌড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস। ডাউন লাইনে করমণ্ডলের পরিষেবা অবশ্য চালু রয়েছে। রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরেই হাওড়ার শালিমার স্টেশনে পৌঁছেছে করমণ্ডল এক্সপ্রেস। সেই ট্রেনকেই এবার আপ লাইনে পাঠানো হবে ৷ খড়গপুর, বালাসোর স্টেশন পেরিয়ে ট্রেন ছুটবে বাহানাগা বাজার স্টেশনের উদ্দেশ্যে। পেরিয়ে যাবে করমণ্ডল ও যশবন্তপুরের ধ্বংসস্তূপ। যদিও ডাউন লাইনের দিকে ভিউ কাটার দিয়ে রাখা আছে ৷ তবে আপ লাইনের দিকে কাজ চলায় দুর্ঘটনাগ্রস্ত রেলের ইঞ্জিন, কামরা সব পড়ে রয়েছে ৷ এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক ব্যাগ-সহ নানা জিনিস ৷ চাপ চাপ রক্তের দাগ, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলোতে।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। আজ স্বাভাবিক পরিষেবার অঙ্গ হিসাবে চালানো হবে আপ করমণ্ডল এক্সপ্রেস।তবে বাহানাগা বাজার স্টেশন এলাকায় এখনও রেলের কাজ চলছে তাই অত্যন্ত ধীর গতিতে ট্রেন চালানো হবে ৷ ১০ থেকে ২০ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়বে করমণ্ডল এক্সপ্রেস।
advertisement
advertisement
রেল সূত্রে খবর, ইতিমধ্যে এই রেলপথে ছুটে গিয়েছে একাধিক ট্রেন। গত দু’দিন ধরে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তার পরে আপ লাইন দিয়ে চালানো হয়েছে ফলকনমা এক্সপ্রেসও। মঙ্গলবারই ওই লাইন দিয়ে ৪৫টির বেশি ট্রেন চলাচল করেছে। কিন্তু বাহানাগা বাজার স্টেশনের কাছে ট্রেনের গতি ছিল কম। যেহেতু সদ্য রেলপথ মেরামত হয়েছে, তাই ওই জায়গা দিয়ে যাওয়ার সময় ট্রেনগুলির গতিবেগ ছিল ঘণ্টায় মোটামুটি ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তারপর মঙ্গলবার আবার বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যায়। আজ, বুধবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express: দুর্ঘটনার চার দিন পর আজ থেকে ফের পুরনো ট্র‍্যাকেই দৌড়বে আপ করমণ্ডল এক্সপ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement