Coromandal express accident: জীবন-মরণের সীমানা ছাড়ায়ে... সারি সারি মৃতের স্তূপে ছিল একটা কবিতার খাতা আর চাপ চাপ রক্ত

Last Updated:

ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷

মৃত্যু কেবল মিথ্যে হোক...
মৃত্যু কেবল মিথ্যে হোক...
ওড়িশা: হয়তো তখন বিকেল গড়াচ্ছে সবে৷ আবছা দেখা যাচ্ছে চাঁদটা৷ যেই চাঁদের আলো হয়তো হালকা এসে পড়ছে রেললাইনে৷ উইন্ডোসিট থেকে মুখ বাড়িয়ে হয়তো নতুন করে বাঁচার সাধ হয়েছিল তাঁর৷ হয়তো চাঁদের মধ্যে দেখেছিল প্রিয় মানুষটির মুখ৷ হয়তো সাধ জেগেছিল কয়েকলাইন লেখার৷ অথবা লিখে ফেলা কয়েকটি লাইন আপন মনে একবার চোখ বোলানোর৷ সবটাই ‘হয়তো’৷ নিশ্চিত শুধু একটা দুর্ঘটনা৷ আর নিশ্চিত ‘অদ্ভুত আঁধার…’ ‘যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা!’
সন্ধে ছ’টা কিংবা সাড়ে ছ’টা৷ হঠাৎ একটা বীভৎস শব্দ শুনেছিল আশেপাশের মানুষ৷ কী হয়েছে? কী হতে পারে? ভাবতে ভাবতেই ছুটে এসেছিল তারা৷ ততক্ষণে লক্ষ-কোটি গল্পে ঠাসা, কত নতুন আশার আলোয় ভরা একটা বিরাট ট্রেন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে দেশলাইবাক্সের মতো৷ দুর্ঘটনাস্থলে চাপ চাপ রক্ত৷ ছড়িয়ে রয়েছে খাবার, খেলনা৷ যাদের খাবার তাদের পেট ভরেছিল তখন? কিংবা খেলছিল যেই শিশুটি, সে কোথায়? সাদা কাপড়ে মোড়া মৃতদেহগুলোর পাশে বেজে চলেছে পরিজনদের ফোন৷ আশেপাশে শুধু দীর্ঘনিশ্বাস৷ অন্ধকারের বুক চিরে শুধুই কান্না, বুকফাটা চিৎকার৷ তারই মাঝে একটি কবিতার খাতা। নষ্ট হয়নি৷ এ কবিতা কার? তিনি কোথায়? জীবিত, মৃত, আহত? কিছুই জানে না কেউ৷ নাম নেই, শুধু একগুচ্ছ অনুভূতি আছে৷ লেখা আছে  ‘কী করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন…’ অথছ তাঁর জীবনদীপ এখনও জ্বলছে কিনা, কেউ জানে না৷
advertisement
advertisement
ভেঙে যাওয়া খেলনা গাড়ির মতো ছড়িয়েছিটিয়ে পড়ে ছিল করমণ্ডল এক্সপ্রেসের কামরা। ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
কোনও যাত্রীর হাত-পা, দেহের ফাঁক দিয়ে উঁকি দিয়েছিল সেই কবিতার খাতা। লাশের মাঝে দেখা যাচ্ছিল কয়েকটা অক্ষর৷ আর যারা দেখেছিল, তারা চেয়েছিল রক্তের মাঝে অক্ষত থাকা কবিতার খাতার মতো বেঁচে যাক একটা জীবন৷ আমাদের জানা নেই কোনও অচ্ছেদ্য টান বা ‘যেতে নাহি দিব’-র মতো কোনও আকুল ক্রন্দনের ক্ষমতা আছে কিনা একটা প্রাণকে বাঁচিয়ে দেওয়ার৷ তবু চাওয়া  এটুকুই, ‘মৃত্যু কেবল মিথ্যে হোক’৷
advertisement
তথ্য- রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandal express accident: জীবন-মরণের সীমানা ছাড়ায়ে... সারি সারি মৃতের স্তূপে ছিল একটা কবিতার খাতা আর চাপ চাপ রক্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement