Coromandal express accident: জীবন-মরণের সীমানা ছাড়ায়ে... সারি সারি মৃতের স্তূপে ছিল একটা কবিতার খাতা আর চাপ চাপ রক্ত

Last Updated:

ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷

মৃত্যু কেবল মিথ্যে হোক...
মৃত্যু কেবল মিথ্যে হোক...
ওড়িশা: হয়তো তখন বিকেল গড়াচ্ছে সবে৷ আবছা দেখা যাচ্ছে চাঁদটা৷ যেই চাঁদের আলো হয়তো হালকা এসে পড়ছে রেললাইনে৷ উইন্ডোসিট থেকে মুখ বাড়িয়ে হয়তো নতুন করে বাঁচার সাধ হয়েছিল তাঁর৷ হয়তো চাঁদের মধ্যে দেখেছিল প্রিয় মানুষটির মুখ৷ হয়তো সাধ জেগেছিল কয়েকলাইন লেখার৷ অথবা লিখে ফেলা কয়েকটি লাইন আপন মনে একবার চোখ বোলানোর৷ সবটাই ‘হয়তো’৷ নিশ্চিত শুধু একটা দুর্ঘটনা৷ আর নিশ্চিত ‘অদ্ভুত আঁধার…’ ‘যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা!’
সন্ধে ছ’টা কিংবা সাড়ে ছ’টা৷ হঠাৎ একটা বীভৎস শব্দ শুনেছিল আশেপাশের মানুষ৷ কী হয়েছে? কী হতে পারে? ভাবতে ভাবতেই ছুটে এসেছিল তারা৷ ততক্ষণে লক্ষ-কোটি গল্পে ঠাসা, কত নতুন আশার আলোয় ভরা একটা বিরাট ট্রেন দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে দেশলাইবাক্সের মতো৷ দুর্ঘটনাস্থলে চাপ চাপ রক্ত৷ ছড়িয়ে রয়েছে খাবার, খেলনা৷ যাদের খাবার তাদের পেট ভরেছিল তখন? কিংবা খেলছিল যেই শিশুটি, সে কোথায়? সাদা কাপড়ে মোড়া মৃতদেহগুলোর পাশে বেজে চলেছে পরিজনদের ফোন৷ আশেপাশে শুধু দীর্ঘনিশ্বাস৷ অন্ধকারের বুক চিরে শুধুই কান্না, বুকফাটা চিৎকার৷ তারই মাঝে একটি কবিতার খাতা। নষ্ট হয়নি৷ এ কবিতা কার? তিনি কোথায়? জীবিত, মৃত, আহত? কিছুই জানে না কেউ৷ নাম নেই, শুধু একগুচ্ছ অনুভূতি আছে৷ লেখা আছে  ‘কী করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন…’ অথছ তাঁর জীবনদীপ এখনও জ্বলছে কিনা, কেউ জানে না৷
advertisement
advertisement
ভেঙে যাওয়া খেলনা গাড়ির মতো ছড়িয়েছিটিয়ে পড়ে ছিল করমণ্ডল এক্সপ্রেসের কামরা। ট্রেনের চালকের ভুল নাকি রেল লাইন, পয়েন্ট বা সিগন্যালের ত্রুটির জেরে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
কোনও যাত্রীর হাত-পা, দেহের ফাঁক দিয়ে উঁকি দিয়েছিল সেই কবিতার খাতা। লাশের মাঝে দেখা যাচ্ছিল কয়েকটা অক্ষর৷ আর যারা দেখেছিল, তারা চেয়েছিল রক্তের মাঝে অক্ষত থাকা কবিতার খাতার মতো বেঁচে যাক একটা জীবন৷ আমাদের জানা নেই কোনও অচ্ছেদ্য টান বা ‘যেতে নাহি দিব’-র মতো কোনও আকুল ক্রন্দনের ক্ষমতা আছে কিনা একটা প্রাণকে বাঁচিয়ে দেওয়ার৷ তবু চাওয়া  এটুকুই, ‘মৃত্যু কেবল মিথ্যে হোক’৷
advertisement
তথ্য- রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandal express accident: জীবন-মরণের সীমানা ছাড়ায়ে... সারি সারি মৃতের স্তূপে ছিল একটা কবিতার খাতা আর চাপ চাপ রক্ত
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement