খারাপ আবহাওয়ায় বায়ুসেনাকে এয়ারস্ট্রাইকের পরামর্শ দিই, যাতে পাক র্যাডার ধরতে না-পারে: মোদি
Last Updated:
একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী জানান, তিনিই সে দিন বায়ুসেনাকে বলেছিলেন, খারাপ আবহাওয়া ও বৃষ্টিতে পাকিস্তানের র্যাডার ভারতের বিমানকে ডিটেক্ট করতে পারবে না৷ এরপরই মাথা খাটিয়ে তিনি নির্দেশ দেন এয়ারস্ট্রাইকের৷
#নয়াদিল্লি: বালাকোট এয়ারস্ট্রাইকে ভারতীয় বায়ুসেনাকে র্যাডার টেকনোলজি নিয়ে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি! একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী জানান, তিনিই সে দিন বায়ুসেনাকে বলেছিলেন, খারাপ আবহাওয়া ও বৃষ্টিতে পাকিস্তানের র্যাডার ভারতের বিমানকে ডিটেক্ট করতে পারবে না৷ এরপরই মাথা খাটিয়ে তিনি নির্দেশ দেন এয়ারস্ট্রাইকের৷ মোদির সেই বক্তব্য আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ বিরোধীরা তো বটেই, চূড়ান্ত রসিকতা শুরু করেছেন নেটিজেনরাও৷
National security is not something to be trifled with. Such an irresponsible statement from Modi is highly damaging. Somebody like this can’t remain India’s PM. https://t.co/wK992b1kuJ
— Sitaram Yechury (@SitaramYechury) May 11, 2019
advertisement
এক নেটিজেনের ট্যুইট, 'আসলে উনিই ছিলেন পাইলট৷' ওই সাক্ষাত্কারে মোদি বলেন, এয়ারস্ট্রাইক নিয়ে যখন পরিকল্পনা চলে, আবহাওয়া তখন খারাপ ছিল। কালো মেঘ আকাশে। ভারী বৃষ্টি হচ্ছিল। সে সময় অভিযান চালানো সঠিক সিদ্ধান্ত হবে কি না নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অভিযানের তারিখ পরিবর্তনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
advertisement
Jumla hi fekta raha paanch saal ki sarkar mein, Socha tha cloudy hai mausam, Nahi aaunga radar mein. pic.twitter.com/xDeOg4Yq5K — Congress (@INCIndia) May 12, 2019
তাঁর কথায়, 'মনের ভিতর দুটো ভাবনা কাজ করছিল। এক, এটি অত্যন্ত গোপনীয়তার বিষয়। সময় পরিবর্তন করা উচিত হবে না। দ্বিতীয়, যাঁরা বিজ্ঞানটা বোঝেন, তাঁদের মধ্যে আমি পড়ি না। এরপর আমি পরামর্শ দিই, খারাপ আবহাওয়া আমাদের সুবিধাই করবে। পাকিস্তানের র্যাডারে ভারতের যুদ্ধবিমানকে চিহ্নিত করা যাবে না৷ বায়ুসেনাকে নির্দেশ দিই, অভিযান চালানোর৷'
advertisement
suno, by road chalte hain, unki radar ko lagega ki bus aa rahi hai. pic.twitter.com/jkF1Vs1Kll
— Rofl Gandhi (@RoflGandhi_) May 11, 2019
প্রধানমন্ত্রীর সেই বক্তব্য ট্যুইটও করে বিজেপি৷ তারপরেই তা নিয়ে বিরোধীরা তুমুল রসিকতা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়৷ সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ট্যুইট, 'এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা কী করে বলেন মোদি! এই রকম ব্যক্তি, ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন না৷' কংগ্রেস রীতিমতো ছড়া বানিয়ে ট্যুইটে লেখে, 'জুমলা ফেকতা রাহা পাঁচ সাল কি সরকার মে, সোচা থা ক্লাউডি হ্যায় মৌসম, নেহি আউঙ্গা র্যাডার মে৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 2:47 PM IST