Sonia Gandhi in Rajya Sabha: রাজ্যসভায় যাচ্ছেন সনিয়া, রায়বরেলি থেকে নির্বাচনী ময়দানে অভিষেক প্রিয়াঙ্কার! খবর কংগ্রেস সূত্রে

Last Updated:

২০১৯ সালেই প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াবেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ এমনও শোনা গিয়েছিল,বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা৷

সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে প্রিয়াঙ্কা৷ ছবি-ফাইল. পিটিআই
সনিয়া গান্ধির জায়গায় রায়বরেলিতে প্রিয়াঙ্কা৷ ছবি-ফাইল. পিটিআই
নয়াদিল্লি: অনেক দিন ধরেই তিনি অসুস্থ৷ ফলে লোকসভা ভোটে লড়ার ধকল সম্ভবত আর নেবেন না সনিয়া গান্ধি৷ সম্ভবত রাজস্থান অথবা হিমাচল প্রদেশ থেকে দলের প্রাক্তন সভানেত্রীকে রাজ্যসভায় পাঠাবে কংগ্রেস৷
সনিয়ার জায়গায় সম্ভবত রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধি৷ বঢরা৷ কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ সেক্ষেত্রে এই প্রথম বার নির্বাচনী লড়াইয়ে নামবেন প্রিয়াঙ্কা৷
advertisement
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য সভার নির্বাচন৷ এই নির্বাচনেই জিতিয়েই ৭৭ বছর বয়সি সনিয়া গান্ধিকে রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা করছে কংগ্রেস৷
advertisement
২০০৬ সাল থেকে সনিয়া রায়বরেলির সাংসদ৷ রায়বরেলি বরাবরই কংগ্রেসের গড় হিসেবে পরিচিত৷ কংগ্রেস এবং গান্ধি পরিবারের সঙ্গে এই আসনটির সঙ্গে অন্য আবেগ জড়িয়ে রয়েছে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে বিপর্যয় এবং অমেঠীতে রাহুল গান্ধির পরাজয়ের মধ্যেও রায়বরেলি হতাশ করেনি সনিয়াকে৷
অনেক দিন ধরেই প্রিয়াঙ্কার সংসদীয় রাজনীতিতে পা দেওয়া নিয়ে জল্পনা চলছিল৷ ফলে তাঁর জন্য রায়বেরলির থেকে নিরাপদ আসন আর কিছু হতে পারে না৷
advertisement
২০১৯ সালেই প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াবেন বলে জল্পনা ছড়িয়েছিল৷ এমনও শোনা গিয়েছিল,বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা৷ শেষ পর্যন্ত অবশ্য ভোটে লড়েননি তিনি৷ বরং নিজের বোনকে উত্তর প্রদেশে দলকে টেনে তোলার দায়িত্ব দেন তৎকালীন সভাপতি রাহুল গান্ধি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi in Rajya Sabha: রাজ্যসভায় যাচ্ছেন সনিয়া, রায়বরেলি থেকে নির্বাচনী ময়দানে অভিষেক প্রিয়াঙ্কার! খবর কংগ্রেস সূত্রে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement