পাক তদন্তকারী দলের আসা নিয়ে পাঠানকোটে কংগ্রেসের বিক্ষোভ
Last Updated:
পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে কংগ্রেসের বিক্ষোভ ৷ পাকিস্তানের কাছে নতজানু হয়েছেন মোদি ৷ তিনি দেশকে বিকিয়ে দিয়েছেন ৷ এই অভিযোগে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় কংগ্রেস সমর্থকরা ৷
#পাঠানকোট: পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে কংগ্রেসের বিক্ষোভ ৷ পাকিস্তানের কাছে নতজানু হয়েছেন মোদি ৷ তিনি দেশকে বিকিয়ে দিয়েছেন ৷ এই অভিযোগে পাঠানকোট বায়ুসেনা ঘাঁটির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় কংগ্রেস সমর্থকরা ৷
মঙ্গলবার পাঠানকোট বায়ুসেনাঘাঁটি পরিদর্শনে আসছেন পাক তদন্তকারী দল ৷ কেন্দ্রীয় প্রশাসনের অনুমতির পরই পাঠানকোট কাণ্ডের তদন্তে ভারতে এসেছেন পাক তদন্তকারী দল ৷ এরই প্রতিবাদে বিমানঘাঁটির সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, হামলা চালিয়েছে পাকিস্তানি জঙ্গিরা ৷ এই ঘটনার চক্রী কারা, তার সমস্ত প্রমাণ ও নথি থাকা সত্ত্বেও তাদের গ্রেফতার করেনি পাকিস্তান সরকার ৷ তাহলে আলাদা করে এখানে কী তদন্ত করবে পাক তদন্তকারী দল? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ কংগ্রেস ৷
advertisement
এদিন অমৃতসর থেকে বুলেটপ্রুফ গাড়িতে জঙ্গিদের হামলাস্থল পাঠানকোট বিমানঘাঁটিতে পৌঁছলেন পাক তদন্তকারী দল ৷ সঙ্গে আছে NIA আধিকারিকরা ৷ শর্তসাপেক্ষে বিমানঘাঁটি পরিদর্শন করবে পাক তদন্তকারী দল ৷ পাঠানকোট হামলার তদন্তের কাজে সোমবার ভারতে এসেছেন এই বিশেষ তদন্তকারী দল ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2016 11:00 AM IST