মন্দাসৌরের সভায় পৌঁছেছেন রাহুল, আসছে পীড়িত কৃষক পরিবারের আত্মীয়ের সভায় যোগ না দেওয়ার শাসানি

Last Updated:

মধ্যপ্রদেশের মন্দাসোরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷

#ভোপাল: মধ্যপ্রদেশের মন্দাসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷
কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহুল ৷ তাই আজ তিনি মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই উপস্থিত হয়েছেন ৷ তাঁর সভায় মৃত কৃষকদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা ৷
advertisement
advertisement
তবে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছে রাহুলের সভায় কৃষক পরিবারের আসতে বাধা দিচ্ছে শাসকদল বিজেপি ৷ সঙ্গে শাসানি দেওয়া হয়েছে সভায় যোগ দিলে চাকরি আর থাকবেনা ৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়েছে শা মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব ৷
কংগ্রেস মনে করছে এই সভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ৷ তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষকে এই ভাবে ভয় দেখালে কেমন করে সভায় আসবেন তাঁরা ৷ এই বছরের শেষে অর্থাৎ নভেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তাই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে নিজের শক্তি যাচাই করে নিতে চাইছে কংগ্রেস শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মন্দাসৌরের সভায় পৌঁছেছেন রাহুল, আসছে পীড়িত কৃষক পরিবারের আত্মীয়ের সভায় যোগ না দেওয়ার শাসানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement