মন্দাসৌরের সভায় পৌঁছেছেন রাহুল, আসছে পীড়িত কৃষক পরিবারের আত্মীয়ের সভায় যোগ না দেওয়ার শাসানি

Last Updated:

মধ্যপ্রদেশের মন্দাসোরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷

#ভোপাল: মধ্যপ্রদেশের মন্দাসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার এক বছর হয়ে গেলেও ঘটনার সেই ভয়াবহতা মানুষের মন থেকে এখনও যায়নি ৷ আজ কৃষকদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পৌঁছেছেন মধ্যপ্রদেশে ৷
কৃষকদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহুল ৷ তাই আজ তিনি মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই উপস্থিত হয়েছেন ৷ তাঁর সভায় মৃত কৃষকদের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা ৷
advertisement
advertisement
তবে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠেছে রাহুলের সভায় কৃষক পরিবারের আসতে বাধা দিচ্ছে শাসকদল বিজেপি ৷ সঙ্গে শাসানি দেওয়া হয়েছে সভায় যোগ দিলে চাকরি আর থাকবেনা ৷ তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়েছে শা মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব ৷
কংগ্রেস মনে করছে এই সভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ৷ তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষকে এই ভাবে ভয় দেখালে কেমন করে সভায় আসবেন তাঁরা ৷ এই বছরের শেষে অর্থাৎ নভেম্বরে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তাই মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে নিজের শক্তি যাচাই করে নিতে চাইছে কংগ্রেস শিবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মন্দাসৌরের সভায় পৌঁছেছেন রাহুল, আসছে পীড়িত কৃষক পরিবারের আত্মীয়ের সভায় যোগ না দেওয়ার শাসানি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement