Mamata Banerjee: INDIA বৈঠকের আগে জোটের ছবি! আবারও মমতার তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস, সরাসরি চিঠি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তাঁকে সাসপেন্ড করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
নয়াদিল্লি: চারদিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উদ্দেশ্য মূলত দু’টি৷ এক, ইন্ডিয়া জোটের মহা বৈঠক এবং দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো৷ তাই রাজনৈতিক ভাবে এই সফরের গুরুত্ব অনেক৷ সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে জোটসঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে৷ এদিকে, ৫ রাজ্যে কংগ্রেসের বিধানসভাওয়াড়ি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল৷ এমন পরিস্থিতিতে, আরও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস৷
সংসদে গত বুধবারের স্মোক অ্যাটাকের বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ তাঁকে সাসপেন্ড করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷ অভিযোগ, সাসপেনশনের কথা ঘোষণা হয়ে যাওয়ার পরেও অধিবেশন কক্ষ থেকে বের হননি ডেরেক৷ অবশেষে বেরিয়ে যান ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি৷ সব মিলিয়ে সংসদে স্মোক অ্যাটাক নিয়ে সেদিন হুলস্থূল হয় অধিবেশন৷
advertisement

advertisement
আরও পড়ুন:‘প্রধানমন্ত্রীর সাথে দেখা করব’, দিল্লিতে যাওয়ার আগে জানিয়ে গেলেন মমতা! বিকেলেই রাজধানীতে
সূত্রের খবর, ঘটনার তিন দিন পরে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ চিঠিতে, মল্লিকার্জুন জানিয়েছে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক৷ কারণ, ১৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন তিনি৷ যা, যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন খাড়্গে৷ চিঠিতে খাড়্গের দাবি, এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) সংসদ ববনের বাইরে অন্যান্য অনুষ্ঠানে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেও, সংসদে দাঁড়িয়ে কোনও বিবৃতি দেননি৷
advertisement
আরও পড়ুন:‘সিট শেয়ারিং’ নিয়ে বার্তা! কংগ্রেসের সঙ্গে ‘রফা’ নাকি অন্যকিছু… ‘ইন্ডিয়া’র বৈঠকে কোন স্ট্র্যাটেজি তৃণমূলের?
শুধু ডেরেক ও’ব্রায়েনই নন, এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কংগ্রেসকে৷ এমনকি, ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন, সেই সময় ঠিক তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সনিয়া গান্ধি৷ উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও৷ এমনকি, যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিক বার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন, সেই অধীর চৌধুরীকেও দেখা গিয়েছিল মহুয়া মৈত্রের পাশে দাঁড়াতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
December 18, 2023 1:32 PM IST