Mamata Banerjee: ‘প্রধানমন্ত্রীর সাথে দেখা করব’, দিল্লিতে যাওয়ার আগে জানিয়ে গেলেন মমতা! বিকেলেই রাজধানীতে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংসদের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গেও কথা বললেন বলে জানান তিনি৷ মমতা বলেন, ‘‘সংসদের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় গাফিলতি। ডেরেককে সাসপেন্ড করেছে। আরও অনেককে করেছে। আমরা চাই তদন্ত যথাযথ হোক। বাংলার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা দায়িত্ব নিয়ে কথা বলব।’’
কলকাতা: দিল্লির উদ্দেশে রওনা দিলেন মমতা৷ বিকেলের মধ্যেই রাজধানীতে পৌঁছে যাওয়ার কথা তাঁর৷ দিল্লিতে রওনা দেওয়ার আগে সাংবাদিকদেরও মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ আগামী চার দিন ঠাসা কর্মসূচি নিয়ে দিল্লি যাচ্ছেন তিনি৷ মোদির সঙ্গে বৈঠক থেকে শুরু করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সঙ্গে বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর৷
এদিন দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা বলেন, ‘‘আজ সন্ধ্যায় আমি পৌঁছব। আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। কেন্দ্রের স্কিমের কাজ হয়। তবে সব টাকা ওদের নয়। আমাদের শেয়ার আছে। আমাদের থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। স্বাস্থ্য দফতরের টাকা বন্ধ করে দিয়েছে। সেনার বাড়ি গেরুয়া করে দিয়েছে। মানুষের স্বাধীনতা বলে কিছু থাকবে না? কে কী খাবে, কে কী পরবে সব ঠিক করে দেবে। এগুলো (নিয়ে) আমি কথা বলব৷’’
advertisement
আরও পড়ুন: মঙ্গলে ‘ইন্ডিয়া’ বৈঠক, বুধে মোদির সঙ্গে সাক্ষাৎ! দিল্লিতে মেগা কর্মসূচি মমতার
মমতা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতারা একাধিক বার আন্দোলন করেছেন এই বকেয়া পাওনা নিয়ে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি ধর্না দিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি৷’’
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সংসদের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গেও কথা বললেন বলে জানান তিনি৷ মমতা বলেন, ‘‘সংসদের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় গাফিলতি। ডেরেককে সাসপেন্ড করেছে। আরও অনেককে করেছে। আমরা চাই তদন্ত যথাযথ হোক। বাংলার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা দায়িত্ব নিয়ে কথা বলব।’’
advertisement
সূত্রের খবর, ১০০ দিনের বকেয়া টাকা, আবাস যোজনা-সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তুলতে পারেন বলে খবর। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “১৭ তারিখে দিল্লি যাব। বাংলার অধিকার ছিনিয়ে নিয়েছে। সেটা ফিরিয়ে নিতে যাব। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছি। আমার পয়সা ফেরত নিতে দিল্লি যাচ্ছি।”
advertisement
অন্যদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে যোগ দেবে কংগ্রেস, ডিএমকে-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। শেষ ৫ রাজ্যের ভোটে একমাত্র তেলেঙ্গানা বাদ দিয়ে বাকি ৩ বড় রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তারপরেই একটি বৈঠকের তারিখ ঠিক করা হয়েছিল।
আরও পড়ুন: ফের মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর-দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা, ভোগান্তির আশঙ্কা
কিন্তু সেই বৈঠক সম্পর্কে জানানো হয়নি বলে তখনই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সেই তারিখ পিছিয়ে নতুন করে ঠিক করা হয়। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই বৈঠকে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 17, 2023 3:17 PM IST