Kolkata Metro service: ফের মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বর-দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা, ভোগান্তির আশঙ্কা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ নোয়াপাড়া থেকেও কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে৷
কলকাতা: থার্ড রেলে সমস্যা৷ বরানগর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে আটকে গেল রেক৷ দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ রাখা হল মেট্রো চলাচল৷ গত বৃহস্পতিবারই নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা।
মেট্রো রেল সূত্রের খবর, এদিন দুপুর ১টা ৫৩ মিনিট থেকে দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷
advertisement
আরও পড়ুন: কাশ্মীরি যুবকের সন্দেহজনক কীর্তি! দেশজুড়ে ৬-৭টা বিয়ে, কখনও ডাক্তার তো কখনও আমলা, ধাঁধিয়ে গিয়েছেন গোয়েন্দারাও
তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে৷ নোয়াপাড়া থেকেও কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে৷
advertisement
গত বৃহস্পতিবারই ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা পরে স্বাভাবিক হয় দমদম থেকে দক্ষিণেশ্বর লাইনে মেট্রো পরিষেবা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 17, 2023 2:48 PM IST