Crime News: কাশ্মীরি যুবকের সন্দেহজনক কীর্তি! দেশজুড়ে ৬-৭টা বিয়ে, কখনও ডাক্তার তো কখনও আমলা, ধাঁধিয়ে গিয়েছেন গোয়েন্দারাও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
নাম সইদ ইশান বুখারি৷ আদতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার বাসিন্দা৷ কিন্তু, দেশজুড়ে বিভিন্ন মানুষকে ঠকিয়ে এতদিন বেঁচে বর্তে থেকে গিয়েছেন বছর সাঁইত্রিশের এই ব্যক্তি৷ এমনকি, এই যুবকের বিরুদ্ধে দেশ বিরোধী কাজকর্ম করারও অভিযোগ তুলেছেন গোয়েন্দারা৷ ওড়িশার জয়পুর জেলার নেউলপুরের একটি ধর্মশালা থেকে ৩৭ বছরের এই কনম্যানকে গ্রেফতার করেছে পুলিশ৷
নয়াদিল্লি: এ যেন আস্ত একটা সিনেমা৷ গুছিয়ে লেখা চিত্রনাট্য৷ একদিকে পাকিস্তান ও কেরলের সন্দেহভাজন নাগরিকের সঙ্গে যোগাযোগ৷ অন্যদিকে, নিজের নাম ও পরিচয় ভাঁড়িয়ে দেশের একেকটা প্রান্তে একেকটা বিয়ে৷ প্রেমের সম্পর্ক৷ কে এই ইশান বুখারি? সম্প্রতি ওড়িশার বিশেষ টাস্ক ফোর্সের গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন এই কাশ্মীরি যুবক৷ তাঁর সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷
নাম সইদ ইশান বুখারি৷ আদতে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার বাসিন্দা৷ কিন্তু, দেশজুড়ে বিভিন্ন মানুষকে ঠকিয়ে এতদিন বেঁচে বর্তে থেকে গিয়েছেন বছর সাঁইত্রিশের এই ব্যক্তি৷ এমনকি, এই যুবকের বিরুদ্ধে দেশ বিরোধী কাজকর্ম করারও অভিযোগ তুলেছেন গোয়েন্দারা৷ ওড়িশার জয়পুর জেলার নেউলপুরের একটি ধর্মশালা থেকে ৩৭ বছরের এই কনম্যানকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
আরও পড়ুন: মেট্রোর দরজায় আটকে গেল শাড়ি! প্ল্যাটফর্মে মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল রেল, তারপর…
গোয়েন্দারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ৬-৭ মহিলাকে বিয়ে করেছিল৷ এছাড়াও, একাধিক মহিলাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল সে৷
advertisement
সংবাদমাধ্যমের সামনে এসটিএফ আইজি জয়নারায়ণ ওঙ্কজ বলেছেন, “অভিযুক্ত ইশান বুখারি কেরল এবং পাকিস্তানের কিছু সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখত। তাঁর কাছে আমেরিকা এবং কানাডার মেডিক্যাল ডিগ্রি সার্টিফিকেটও পাওয়া গিয়েছে। ইশান বুখারি আইএসআই-এর সঙ্গেও যোগাযোগ করেছিলেন। বুখারির দেশবিরোধী কাজ করেছে। ২০১৮ থেকেই ওড়িশায় গা ঢাকা দিয়ে ছিল। বুখারির সম্পর্কে আরও তথ্য জানতে তদন্ত করছে এসটিএফ।”
advertisement
STF-এর তরফে দাবি করা হয়েছে, এই ইশান বুখারি নিজেকে কখনও নিউরো স্পেশালিস্ট হিসাবে দাবি করত, তো কখনও প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক হিসাবে৷ এমনকি, কোথাও কোথাও নিজেকে NIA আধিকারিক হিসাবেও দাবি করত সে৷ এই ভাবে বিভিন্ন পরিচয় ভাঁড়িয়ে মানুষকে ঠকিয়ে আদায় করত হাজার হাজার টাকা৷
আরও পড়ুন: রোজ রান্নায় খান ‘এই’ তেল! অথচ আমেরিকা-কানাডায় নিষিদ্ধ বিশেষ কারণে, দেখুন
STF-এর আইজি জেএন পঙ্কজ বলেন, ‘‘অভিযুক্ত কোনও জায়গা. নিজেকে নিউরো স্পেশালিস্ট হিসাবে পরিচয় দিয়েছে, কখনও বলেছে সে সেনা চিকিৎসক, কখনও PMO-র আধিকারিক৷ ওর কাছ থেকে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের জাল মেডিক্যাল ডিগ্রি সার্টিফিকেট উদ্ধার হয়েছে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
December 17, 2023 1:44 PM IST