Adhir Chowdhury: নিজে পেট্রোল-ডিজেলের শুল্ক কমিয়ে রাজ্যকে জ্ঞান দিক কেন্দ্র, বললেন অধীর চৌধুরী

Last Updated:

Adhir Chowdhury: তিনি বলেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে। অথচ রাশিয়া থেকে মাত্র ২ শতাংশ তেল কেনা হয়।"

অধীর চৌধুরী, ফাইল ছবি
অধীর চৌধুরী, ফাইল ছবি
#নয়াদিল্লি : তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনায় সরব হলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন আপনি আচরি ধর্ম অপরে শেখাও। তার দাবি পেট্রোল-ডিজেলের উপর থেকে অন্তঃশুল্ক না কমিয়ে রাজ্যগুলির ঘাড়ে দোষ চাপিয়ে দাঁড়াতে চাইছে মোদি সরকার। ছত্রিশগড় রাজস্থান-এর মতো রাজ্যগুলিতে কর কমিয়ে তেলের দামের রেহাই দেয়া হয়েছে সাধারণ মানুষকে। মোদি সরকার তেলের দাম নিয়ে দায় এড়িয়ে নানান অজুহাত দিচ্ছে বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।
তিনি বলেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে। অথচ রাশিয়া থেকে মাত্র ২ শতাংশ তেল কেনা হয়।" অধীর চৌধুরী বলেন, ভারত সরকার বলছে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনছে সরকার। অথচ দেশের মানুষকে সেই সুবিধা দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, "রাশিয়া থেকে এখন আমরা সস্তায় অপরিশোধিত তেল কিনছি। এতদিন পর্যন্ত ভারতের যে পরিমাণ তেল এর প্রয়োজন তার মাত্র ২ শতাংশ আসত রাশিয়া থেকে। এখন যুদ্ধের কারণে আমরা আরও বেশি বেশি করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনছি। সরকার সবকিছু সস্তায় পাচ্ছে অথচ দেশের মানুষকে তার সুফল দেওয়া হচ্ছে না কেন?" পেট্রোল-ডিজেলের পাশাপাশি ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ম কেন্দ্রের সমালোচনা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, " কেন্দ্রীয় সরকার দাবি করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেই সমস্ত জায়গা থেকে সূর্যমুখী তেল আমদানি বন্ধ হয়ে গিয়েছে। এমনটা হলে প্রয়োজনে সরকারকে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করে আমদানির ব্যবস্থা করতে হবে। তা না করে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিচ্ছে।" অধীর চৌধুরীর বলেন, শুধুমাত্র সূর্যমুখী তেল নয় দাম বাড়ছে সরষের তেল,  পাম তেলেরও।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার কেউ একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার অভিযোগ বর্তমানে ধর্ষণের পীঠস্থানে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। তিনি বলেন, " সারদা মায়ের বাংলা, ভগিনী নিবেদিতার বাংলা আজ ধর্ষণের বাংলায় পরিণত হয়েছে।" অধীর চৌধুরীর অভিযোগ, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি পুলিশকে নির্দেশ দিতে পারবেন? তিনি বলেন, " শুধুমাত্র হাঁসখালি নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। রাজ্যের দলিত এবং নাবালিকা অর্থাৎ দুর্বল শ্রেণীর উপরে অত্যাচার এর সংখ্যা বাড়ছে।"
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Adhir Chowdhury: নিজে পেট্রোল-ডিজেলের শুল্ক কমিয়ে রাজ্যকে জ্ঞান দিক কেন্দ্র, বললেন অধীর চৌধুরী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement