Priyanka Gandhi: মমতা চেয়েছিলেন বারাণসী, কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি? থাকতে পারে বিরাট চমক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই প্রথম নয়, অতীতে ইন্দিরা গান্ধি এবং সনিয়া গান্ধিরাও জয় পেয়েছেন দক্ষিণ ভারত থেকে৷
নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধিকে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রস্তাবে সায় ছিল ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দলেরও৷ তবে কংগ্রেস সূত্রে যা খবর, তাতে এই প্রস্তাবে কার্যত সায় নেই কংগ্রেসের শীর্ষ নেতাদের৷
তাহলে কি সনিয়া গান্ধির জায়গায় উত্তর প্রদেশের রায়বরেলি থেকেই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা? সেই সম্ভাবনাও যে খুব জোরাল, তা বলা যাচ্ছে না৷ কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যোগী রাজ্যে কংগ্রেসের পায়ের তলার মাটি অনেকটাই আলগা৷ এমন কি, দীর্ঘ দিন ধরে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত অমেঠি এবং রায়বরেলির মতো আসনও আর কংগ্রেসের জন্য নিরাপদ নয়৷ ২০১৯-এ অমেঠি থেকে রাহুল গান্ধির হারেই তা প্রমাণিত৷ ফলে রায়বরেলি থেকে প্রিয়াঙ্কাকে কংগ্রেস প্রার্থী করবে, এমন সম্ভাবনাও ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যাঁরা, তাঁদের প্রার্থী করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে চাইছে কংগ্রেস৷ সেই কারণেই প্রথমবার প্রিয়াঙ্কার জন্য নিশ্চিত কোনও আসন খুঁজছে তারা৷ আর তা করতে গিয়েই প্রিয়াঙ্কার জন্য দক্ষিণ ভারতের কোনও আসনের কথাই ভাবা হচ্ছে বলে সূত্রের খবর৷
advertisement
কারণ সর্বশেষ নির্বাচনগুলির ফলাফল অনুযায়ী, দক্ষিণের দুই রাজ্য কর্ণাটক এবং তেলঙ্গনাতেই সবথেকে ভাল ফল করেছে কংগ্রেস৷ তেলঙ্গনার কংগ্রেস নেতৃত্বও আশাবাদী, প্রিয়াঙ্কা সেখান থেকে প্রার্থী হলে তাঁর জয় নিশ্চিত৷ শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা তেলেঙ্গনা থেকে প্রার্থী হলে অন্ধ্র প্রদেশেও কংগ্রেস তার সুফল পাবে বলে দাবি দলের দক্ষিণ ভারতের নেতাদের৷
advertisement
তবে এই প্রথম নয়, অতীতে ইন্দিরা গান্ধি এবং সনিয়া গান্ধিরাও জয় পেয়েছেন দক্ষিণ ভারত থেকে৷ অবিভক্ত অন্ধ্র প্রদেশের মেদক এবং চিক্কামাগালুরু থেকে জয়ী হন ইন্দিরা৷ আবার কর্ণাটকের বেলারি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সনিয়া৷
advertisement
তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা দক্ষিণ ভারত থেকেই প্রার্থী হলে কংগ্রেসের জন্য একটি অস্বস্তি তৈরি হবেই৷ কারণ রাহুল গান্ধি নিজেও এখন কেরলের ওয়েনাডের সাংসদ৷ শেষ পর্যন্ত রাহল- প্রিয়াঙ্কা দু জনেই দক্ষিণ ভারত থেকে সাংসদ নির্বাচিত হলে কংগ্রেসকে দক্ষিণ ভারতের দল বলে আরও বেশি করে আক্রমণের সুযোগ পাবে বিজেপি এবং তাদের শরিক দলগুলি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2023 7:42 PM IST