Priyanka Gandhi: মমতা চেয়েছিলেন বারাণসী, কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি? থাকতে পারে বিরাট চমক

Last Updated:

এই প্রথম নয়, অতীতে ইন্দিরা গান্ধি এবং সনিয়া গান্ধিরাও জয় পেয়েছেন দক্ষিণ ভারত থেকে৷

কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা গান্ধি? ছবি- পিটিআই
কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়ঙ্কা গান্ধি? ছবি- পিটিআই
নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধিকে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রস্তাবে সায় ছিল ইন্ডিয়া জোটের বেশ কয়েকটি শরিক দলেরও৷ তবে কংগ্রেস সূত্রে যা খবর, তাতে এই প্রস্তাবে কার্যত সায় নেই কংগ্রেসের শীর্ষ নেতাদের৷
তাহলে কি সনিয়া গান্ধির জায়গায় উত্তর প্রদেশের রায়বরেলি থেকেই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা? সেই সম্ভাবনাও যে খুব জোরাল, তা বলা যাচ্ছে না৷ কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যোগী রাজ্যে কংগ্রেসের পায়ের তলার মাটি অনেকটাই আলগা৷ এমন কি, দীর্ঘ দিন ধরে কংগ্রেসের গড় হিসেবে পরিচিত অমেঠি এবং রায়বরেলির মতো আসনও আর কংগ্রেসের জন্য নিরাপদ নয়৷ ২০১৯-এ অমেঠি থেকে রাহুল গান্ধির হারেই তা প্রমাণিত৷ ফলে রায়বরেলি থেকে প্রিয়াঙ্কাকে কংগ্রেস প্রার্থী করবে, এমন সম্ভাবনাও ক্ষীণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যাঁরা, তাঁদের প্রার্থী করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে চাইছে কংগ্রেস৷ সেই কারণেই প্রথমবার প্রিয়াঙ্কার জন্য নিশ্চিত কোনও আসন খুঁজছে তারা৷ আর তা করতে গিয়েই প্রিয়াঙ্কার জন্য দক্ষিণ ভারতের কোনও আসনের কথাই ভাবা হচ্ছে বলে সূত্রের খবর৷
advertisement
কারণ সর্বশেষ নির্বাচনগুলির ফলাফল অনুযায়ী, দক্ষিণের দুই রাজ্য কর্ণাটক এবং তেলঙ্গনাতেই সবথেকে ভাল ফল করেছে কংগ্রেস৷ তেলঙ্গনার কংগ্রেস নেতৃত্বও আশাবাদী, প্রিয়াঙ্কা সেখান থেকে প্রার্থী হলে তাঁর জয় নিশ্চিত৷ শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা তেলেঙ্গনা থেকে প্রার্থী হলে অন্ধ্র প্রদেশেও কংগ্রেস তার সুফল পাবে বলে দাবি দলের দক্ষিণ ভারতের নেতাদের৷
advertisement
তবে এই প্রথম নয়, অতীতে ইন্দিরা গান্ধি এবং সনিয়া গান্ধিরাও জয় পেয়েছেন দক্ষিণ ভারত থেকে৷ অবিভক্ত অন্ধ্র প্রদেশের মেদক এবং চিক্কামাগালুরু থেকে জয়ী হন ইন্দিরা৷ আবার কর্ণাটকের বেলারি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সনিয়া৷
advertisement
তবে শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা দক্ষিণ ভারত থেকেই প্রার্থী হলে কংগ্রেসের জন্য একটি অস্বস্তি তৈরি হবেই৷ কারণ রাহুল গান্ধি নিজেও এখন কেরলের ওয়েনাডের সাংসদ৷ শেষ পর্যন্ত রাহল- প্রিয়াঙ্কা দু জনেই দক্ষিণ ভারত থেকে সাংসদ নির্বাচিত হলে কংগ্রেসকে দক্ষিণ ভারতের দল বলে আরও বেশি করে আক্রমণের সুযোগ পাবে বিজেপি এবং তাদের শরিক দলগুলি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Priyanka Gandhi: মমতা চেয়েছিলেন বারাণসী, কোথা থেকে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা গান্ধি? থাকতে পারে বিরাট চমক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement