মুম্বইয়ে পর পর ১১টি বোমা বিস্ফোরণ, রিজার্ভ ব্যাঙ্কে হুমকি মেল!কার কার পদত্যাগ দাবি?

Last Updated:

যে এগারোটি জায়গায় বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়, তার মধ্যে রয়েছে- রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল অফিস, চার্চ গেটের এইচডিএফসি হাউস, বিকেসি-র আইসিআইসিআই ব্যাঙ্ক টাওয়ার্স৷

রিজার্ভ ব্যাঙ্কে হুমকি মেল৷
রিজার্ভ ব্যাঙ্কে হুমকি মেল৷
মুম্বই: নতুন বছরের আগে বড়সড় হামলার হুমকি দিয়ে ই মেল এল মুম্বইয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরে৷ মুম্বইয়ের মোট এগারোটি জায়গায় বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ওই হুমকি মেলে৷ ওই হুমকি ই মেলে দাবি করা হয়, অবিলম্বে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে পদত্যাগ করতে হবে৷ আরও দাবি করা হয়, শক্তিকান্ত দাস এবং নির্মলা সীতারমণ দু জনেই দেশের বৃহত্তম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত৷
হুমকি মেলে লেখা ছিল, রিজার্ভ ব্যাঙ্কের সদর দফতর সহ এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক সহ মুম্বইয়ের ১১টি জায়গায় ১১টি বোমা রাখা আছে৷ দাবি পূরণ না হলে বেলা দেড়টার সময় বিস্ফোরণ ঘটবে বলে জানানো হয়৷
আরও পড়ুন:
advertisement
ই মেলে লেখা ছিল, আমরা মুম্বইয়ের আলাদা আলাদা ১১টি জায়গায় বোমা রেখে দিয়েছি৷ রিজার্ভ ব্যাঙ্ক সহ বেসরকারি ব্যাঙ্কগুলি দেশের বৃহত্তম আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত৷ এই দুর্নীতির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ অর্থমন্ত্রকের বেশ কয়েকজন শীর্ষকর্তা এবং প্রথম সারির কিছু মন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে৷
advertisement
যে এগারোটি জায়গায় বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয়, তার মধ্যে রয়েছে- রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল অফিস, চার্চ গেটের এইচডিএফসি হাউস, বিকেসি-র আইসিআইসিআই ব্যাঙ্ক টাওয়ার্স৷
ওই ই মেলে আরও দাবি করা হয়, অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এই আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে যথাযথ শাস্তি দিতে হবে৷ তা না হলে একে একে প্রতিটি বোমা বিস্ফোরণ ঘটবে বলেও হুমকি দেওয়া হয়৷
advertisement
তবে এই ই মেল আসার পর পরই ই মেলে উল্লেখ করা জায়গাগুলিতে ব্যাপক তল্লাশি শুরু করে মুম্বই পুলিশ৷ যদিও সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ে পর পর ১১টি বোমা বিস্ফোরণ, রিজার্ভ ব্যাঙ্কে হুমকি মেল!কার কার পদত্যাগ দাবি?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement