বিদেশে রাহুল, সংসদে ব্যাকফুটে কংগ্রেস! অনুপস্থিতি ঘিরে দলের মধ্যেই ক্ষোভ

Last Updated:

সম্ভবত গোটা বাদল অধিবেশনেই উপস্থিত থাকবেন না রাহুল গান্ধি৷ ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েও দিয়েছেন তিনি৷

#নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন৷ এ দিন সকালেই যথারীতি ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি৷ দেশে একদিনে নতুন করে ৯২০০০ জন করোনা সংক্রমণের খবর উল্লেখ করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল৷ যদিও বাদল অধিবেশনের শুরুতেই অনুপস্থিত রাহুল গান্ধি৷ কারণ মা সনিয়া গান্ধির রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁর সঙ্গে আমেরিকায় উড়ে গিয়েছেন রাহুল৷
advertisement
advertisement
মায়ের চিকিৎসার জন্য বিদেশে গেলেও রাহুলের এই অনুপস্থিতি ভাল ভাবে নিচ্ছেন না কংগ্রেস নেতাদের একাংশ৷ কারণ তাঁরা মনে করছেন বিহার এবং পশ্চিমবঙ্গে ভোটের আগে সংসদের এই অধিবেশনে রাহুল গান্ধির উপস্থিতি খুবই প্রয়োজন ছিল৷ বিশেষত প্রশ্নোত্তর পর্ব না থাকায় যেখানে কোনও বিষয়ে সরকারকে সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই৷ সেখানে করোনা অতিমারী নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনীতির দুরবস্থা এবং চিন সীমান্তে উত্তেজনার মতো ইস্যু নিয়ে সংসদে প্রতিবাদের ঝড় তুলতে রাহুল গান্ধিকে প্রয়োজন ছিল দলের৷
advertisement
সম্ভবত গোটা বাদল অধিবেশনেই উপস্থিত থাকবেন না রাহুল গান্ধি৷ ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েও দিয়েছেন তিনি৷ ওই নেতাদের মতে, এই বাদল অধিবেশনকে কাজে লাগিয়েই বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ অনেকটা এগিয়ে রাখতে পারতেন রাহুল গান্ধি৷ অতীতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সবথেকে বেশি যখন তাঁকে প্রয়োজন, তখনই তাঁকে পাওয়া যায় না৷ তা সে সিএএ বিরোধী প্রতিবাদ হোক বা দিল্লি দাঙ্গার মতো ঘটনা৷ এমন কি, সোশ্যাল মিডিয়ায় চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানালেও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ১১টি বৈঠকে অনুপস্থিত ছিলেন রাহুল৷ এই সপ্তাহে প্রথমবার সেই কমিটির বৈঠকে যোগ দিলেও সেখানে জওয়ানদের খাদ্যাভাসের বিষয়টি নিয়ে সরব হন রাহুল৷
advertisement
রাহুল গান্ধির সমর্থকদের অবশ্য দাবি, সবসময় পিছন থেকেই সমর্থন জোগানোর কাজ করেন রাহুল৷ তাছাড়া এবার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সংসদ থেকে অনুপস্থিত থাকছেন দলের প্রাক্তন সভাপতি৷ যা নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ যদিও সত্যিটা হল বাদল অধিবেশনে তাঁর অনুপস্থিতি সংসদে তাঁর দল কংগ্রেসকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে ফের একবার বিজেপি-র হাতে তাঁকে 'পর্যটক রাজনীতিবিদ' বলার অস্ত্র তুলে দিল৷
advertisement
Pallavi Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিদেশে রাহুল, সংসদে ব্যাকফুটে কংগ্রেস! অনুপস্থিতি ঘিরে দলের মধ্যেই ক্ষোভ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement