বিদেশে রাহুল, সংসদে ব্যাকফুটে কংগ্রেস! অনুপস্থিতি ঘিরে দলের মধ্যেই ক্ষোভ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সম্ভবত গোটা বাদল অধিবেশনেই উপস্থিত থাকবেন না রাহুল গান্ধি৷ ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েও দিয়েছেন তিনি৷
#নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন৷ এ দিন সকালেই যথারীতি ট্যুইটারে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি৷ দেশে একদিনে নতুন করে ৯২০০০ জন করোনা সংক্রমণের খবর উল্লেখ করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন রাহুল৷ যদিও বাদল অধিবেশনের শুরুতেই অনুপস্থিত রাহুল গান্ধি৷ কারণ মা সনিয়া গান্ধির রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁর সঙ্গে আমেরিকায় উড়ে গিয়েছেন রাহুল৷
कोरोना संक्रमण के आँकड़े इस हफ़्ते 50 लाख और ऐक्टिव केस 10 लाख पार हो जाएँगे।
अनियोजित लॉकडाउन एक व्यक्ति के अहंकार की देन है जिससे कोरोना देशभर में फैल गया। मोदी सरकार ने कहा आत्मनिर्भर बनिए यानि अपनी जान ख़ुद ही बचा लीजिए क्योंकि PM मोर के साथ व्यस्त हैं। — Rahul Gandhi (@RahulGandhi) September 14, 2020
advertisement
advertisement
মায়ের চিকিৎসার জন্য বিদেশে গেলেও রাহুলের এই অনুপস্থিতি ভাল ভাবে নিচ্ছেন না কংগ্রেস নেতাদের একাংশ৷ কারণ তাঁরা মনে করছেন বিহার এবং পশ্চিমবঙ্গে ভোটের আগে সংসদের এই অধিবেশনে রাহুল গান্ধির উপস্থিতি খুবই প্রয়োজন ছিল৷ বিশেষত প্রশ্নোত্তর পর্ব না থাকায় যেখানে কোনও বিষয়ে সরকারকে সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই৷ সেখানে করোনা অতিমারী নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনীতির দুরবস্থা এবং চিন সীমান্তে উত্তেজনার মতো ইস্যু নিয়ে সংসদে প্রতিবাদের ঝড় তুলতে রাহুল গান্ধিকে প্রয়োজন ছিল দলের৷
advertisement
সম্ভবত গোটা বাদল অধিবেশনেই উপস্থিত থাকবেন না রাহুল গান্ধি৷ ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেকথা জানিয়েও দিয়েছেন তিনি৷ ওই নেতাদের মতে, এই বাদল অধিবেশনকে কাজে লাগিয়েই বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ অনেকটা এগিয়ে রাখতে পারতেন রাহুল গান্ধি৷ অতীতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সবথেকে বেশি যখন তাঁকে প্রয়োজন, তখনই তাঁকে পাওয়া যায় না৷ তা সে সিএএ বিরোধী প্রতিবাদ হোক বা দিল্লি দাঙ্গার মতো ঘটনা৷ এমন কি, সোশ্যাল মিডিয়ায় চিন সীমান্তের পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানালেও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ১১টি বৈঠকে অনুপস্থিত ছিলেন রাহুল৷ এই সপ্তাহে প্রথমবার সেই কমিটির বৈঠকে যোগ দিলেও সেখানে জওয়ানদের খাদ্যাভাসের বিষয়টি নিয়ে সরব হন রাহুল৷
advertisement
রাহুল গান্ধির সমর্থকদের অবশ্য দাবি, সবসময় পিছন থেকেই সমর্থন জোগানোর কাজ করেন রাহুল৷ তাছাড়া এবার সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সংসদ থেকে অনুপস্থিত থাকছেন দলের প্রাক্তন সভাপতি৷ যা নিয়ে রাজনীতি করা উচিত নয়৷ যদিও সত্যিটা হল বাদল অধিবেশনে তাঁর অনুপস্থিতি সংসদে তাঁর দল কংগ্রেসকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে ফের একবার বিজেপি-র হাতে তাঁকে 'পর্যটক রাজনীতিবিদ' বলার অস্ত্র তুলে দিল৷
advertisement
Pallavi Ghosh
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 14, 2020 3:54 PM IST