Rahul Gandhi Retaining Raebareli: রায়বরেলিতেই থাকছেন রাহুল গান্ধি! এবার ওয়ানাদ থেকে ভোটে হাতেখড়ি আরেক গান্ধি প্রিয়ঙ্কার

Last Updated:

এদিন সাংবাদিক সম্মেলনে সব কিছু ঘোষণা হওয়ার পরে রাহুল বলেন, ‘‘রায়বরেলি, ওয়ানাদ আমায় যে ভালবাসা দিয়েছে, সারাজীবন মনে রাখব। প্রিয়ঙ্কা ওয়ানাদ থেকে নির্বাচনে লড়বে, তবে আমি মাঝেমধ্যেই ওখানে যাব। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে। কোন কেন্দ্র বাছব, তা নির্ণয় করা খুব কঠিন ছিল।’’

নয়াদিল্লি: রায়বরেলি এবং ওয়ানাদ৷ চব্বিশের লোকসভা নির্বাচনে দুই কেন্দ্র থেকেই লক্ষাধিক ভোটে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷ কিন্তু, ভোটের ফলাফল বেরনোর পর থেকেই রাজনৈতিক মহলে অন্যতম জল্পনা ছিল, তাহলে এই দুই কেন্দ্রের মধ্যে কোনটি ছাড়বেন রাহুল? আর কোনটিই বা রাখবেন হাতে? অবশেষে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকমিশন৷
সোমবার সাংবাদিক বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে পাশে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ঘোষণা করলেন, ওয়ানাদ ছাড়ছেন রাহুল৷ পরিবর্তে ওয়ানাদের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন গান্ধি পরিবারেরই আরেক সদস্য প্রিয়ঙ্কা গান্ধি বঢরা৷ এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি৷
এদিন সাংবাদিক সম্মেলনে সব কিছু ঘোষণা হওয়ার পরে রাহুল বলেন, ‘‘রায়বরেলি, ওয়ানাদ আমায় যে ভালবাসা দিয়েছে, সারাজীবন মনে রাখব। প্রিয়ঙ্কা ওয়ানাদ থেকে নির্বাচনে লড়বে, তবে আমি মাঝেমধ্যেই ওখানে যাব। যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে। কোন কেন্দ্র বাছব, তা নির্ণয় করা খুব কঠিন ছিল।’’
advertisement
advertisement
আরও পড়ুন: রায়বরেলি এবং ওয়ানাদ, দুই কেন্দ্রেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল গান্ধি! কংগ্রেসে ফিরল অমেঠিও  
এরপরেই রাহুলের মন্তব্য, ‘‘পদে না থাকলেও ওয়ানাদের সঙ্গেই থাকব। আপনারা এবার থেকে ভাববেন, এখন থেকে আপনাদের দু’জন সাংসদ। প্রিয়ঙ্কা জিতবেই আমি আশাবাদী, সঙ্গে আমিও থাকব৷’’
দাদার কথার রেশ ধরেই প্রিয়ঙ্কাকে বলতে শোনা যায়, ‘‘ওয়ানাদকে রাহুলের না থাকাটা কখনওই বুঝতে দেব না। ভাই যেমন বলল, ওয়ানাদে থাকবে,  আমিও তেমন রায়বরেলির মানুষের সঙ্গে থাকব৷’’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ জান-প্রাণ দিয়ে সংগঠন করতে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকে৷ তবে এবার তাঁর যাত্রা দক্ষিণমুখী৷
advertisement
সবশেষে মজাচ্ছলে রাহুলকে এদিন বলতে শোনা যায়, ‘‘এবার থেকে ওয়ানাদ, রায়বরেলি দু’ জায়গাতেই দু’জন করে সাংসদ থাকবে৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Retaining Raebareli: রায়বরেলিতেই থাকছেন রাহুল গান্ধি! এবার ওয়ানাদ থেকে ভোটে হাতেখড়ি আরেক গান্ধি প্রিয়ঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement