‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’

Last Updated:
#নয়াদিল্লি:পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির ৷ কংগ্রেসের সামনে একেবারে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ এহেন পরিস্থিতিতে কংগ্রেসকে প্রতিটি বিষয়েই কাঠগড়ায় তুলতে উঠেপড়ে লেগেছে বিজেপি ৷ সম্প্রতি রাম মন্দির তৈরি নিয়েও কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ৷ তিনি বলেন, ‘রামমন্দির নির্মাণের প্রস্তুতি থমকে রয়েছে কংগ্রেসের জন্যই ৷’
রামমন্দির ইস্যু নিয়ে রাম মাধব বলেন, ‘রামমন্দির একটি গুরুত্বপূর্ণ ইস্যু ৷ কিন্তু রামমন্দির নির্মাণে কংগ্রেস ইচ্ছেকৃতভাবে বাধার সৃষ্টি করছে ৷ যার জেরে নির্বাচনের আগে রামমন্দির ইস্যু নিয়ে চাপের মুখে রয়েছে বিজেপি ৷ আর এর মূলে রয়েছে কংগ্রেসই ৷ রামমন্দির নির্মাণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস এবং সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির উপর চাপ বাড়াচ্ছে হাত শিবির ৷’
advertisement
প্রসঙ্গত, রামমন্দির দেশের মানুষের কাছে আত্মসম্মান এবং গর্বের সমান ৷ এই রামমন্দির ইস্যু নিয়ে বিতর্ক নতুন নয় ৷ ১৯৮৯ সালে রাজীব গান্ধির সময়কাল থেকেই রামমন্দির নিয়ে রাজনীতি শুরু করেছে কংগ্রেস ৷ এমনটাই দাবি রাম মাধবের ৷
advertisement
একইসঙ্গে রাম মাধব বলেন, ‘সাড়ে চার বছর ধরে কষ্ট করার পর মাত্র ২টি রাজ্যে জয়ের মুখ দেখেছে কংগ্রেস ৷ মধ্যপ্রদেশে তো কোনওমতে হারতে হারতে জয়ের শিরোপা পেয়েছে কংগ্রেস ৷ কিন্তু বাকি দু’টি রাজ্যে তো গোহারা হেরেছেন রাহুল গান্ধি ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘রামমন্দির নির্মাণ ইচ্ছেকৃতভাবে আটকে রেখেছে কংগ্রেস’
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement