#আমেঠি: কংগ্রেস মহাসচিব ও উত্তরপ্রদেশের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধি হাজির হয়েছিলেন রাহুল গান্ধির নির্বাচনী প্রচারক্ষেত্র আমেঠিতে এসেছিলেন ৷ কিন্তু সেখানে পৌঁছে সাধারণ মহিলারা নিজেদের দুঃখের ডালি মেলে বসলেন প্রিয়াঙ্কা গান্ধির সামনে ৷ তাঁরা বলেন পাঁচ বছর এখানে কেউ আসেনি ৷ তিনি সেটা বলেও থামেননি আরও বলেছেন তাঁরা আরও অনেক কিছু পাননা ৷
আরও পড়ুন - নির্বাচনের আগে রাজ্যে যে পরিমাণ জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি তাতে সন্তুষ্ট কমিশন
এর আগে কংগ্রেস কার্যকর্তাদের সভায় বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ সেখানেই জানান এবার জিতলে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধি ৷ তিনি আরও বলেছেন এই নির্বাচন দেশকে বাঁচানোর জন্য নির্বাচন ৷ এবারের নির্বাচনে রাহুলের জয়ই হবে দেশের জয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BattleOf2019election, ElectionsWithNews18, Priyanaka Gandhi, Uttar Pradesh, Uttar Pradesh Lok Sabha Elections 2019