মুখ গেহলট, দলের মধ্যেই চাপ বাড়ছে পাইলটকে নিয়ে! রাজস্থানে কঠিন পরীক্ষায় কংগ্রেস

Last Updated:
সচিন পাইলট এবং অশোক গেহলটের দূরত্ব ঘোচানোই কংগ্রেসের চ্যালেঞ্জ৷
সচিন পাইলট এবং অশোক গেহলটের দূরত্ব ঘোচানোই কংগ্রেসের চ্যালেঞ্জ৷
জয়পুর: মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কেন্দ্র করেই রাজস্থানে কংগ্রেসের যাবতীয় রণকৌশল সাজানো হচ্ছে৷ কিন্তু দলের মধ্যেই ক্রমশ সচিন পাইলটকে সামনে রেখে প্রচার করার দাবি বাড়ছে৷ এমন কি, সচিন পাইলটকে দিয়ে নিজেদের কেন্দ্রে প্রচার করানোর জন্য কংগ্রেসের প্রার্থীরাই দলীয় নেতৃত্বের উপরে চাপ সৃষ্টি করছেন৷
অশোক গেহলট এবং সচিন পাইলটের মধ্যে রাজস্থানে ঠান্ডা লড়াই কংগ্রেসের কাছে পুরোন মাথাব্যথার কারণ৷ সাম্প্রতিক অতীতেও প্রবীণ এবং তরুণ দুই নেতার সংঘাত এমন পর্যায় পৌঁছেছে যে রাহুল গান্ধিকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে৷ কোনওক্রমে সচিন পাইলটকে বুঝিয়ে দলে রাখতে সক্ষম হয় কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷
এবারের বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী হাওয়াই অশোক গেহলট সরকারের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ৷ ক্ষমতা ধরে রাখতে গৃহ লক্ষ্মীর মতো জনমুখী প্রকল্পকেই অস্ত্র করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷ কিন্তু তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং কংগ্রেসের বেশ কিছু বিধায়কের বিরুদ্ধে আমজনতার মনে যে ক্ষোভ জমে আছে, সেটাই কংগ্রেসের কাছে মাথাব্যথার কারণ৷
advertisement
advertisement
রাজস্থানের জামওয়রামগড় কেন্দ্রের প্রার্থী এবং বর্তমান বিধায়ক গোপাল লাল মীনা যেমন রাজস্থানের কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েই সচিন পাইলটকে তাঁর হয়ে প্রচারে পাঠানোর জন্য দাবি জানিয়েছেন৷ ওই বিধায়ক যুক্তি দিয়েছেন, সচিন পাইলট প্রচারে গেলে তাঁর কেন্দ্রে শাসক বিরোধী হাওয়া কমবে৷ পাশাপাশি, তরুণ প্রজন্মের সমর্থন আদায়েও সুবিধা হবে৷
advertisement
উল্টো দিকে, গেহলটের বড় সুবিধা হল মহিলা ভোটের অনেকটাই তাঁর অনুকূলে রয়েছে৷ গোপাল লাল মীনা নামে ওই বিধায়ক আরও দাবি করেছেন, গেহলট এবং পাইলটকে একসঙ্গে প্রচারে নামানো উচিত৷ দু জনকে দিয়ে তাঁর কেন্দ্রে রোড শো করানোর প্রস্তাবও দিয়েছেন তিনি৷ গোপাল লাল মীনার দাবি, দুই নেতাকে দিয়ে যৌথ প্রচার করানো গেলে বিজেপি-র হাতে আক্রমণের কোনও অস্ত্র থাকবে না৷
advertisement
এখনও পর্যন্ত শুধুমাত্র প্রিয়াঙ্কা গাঁধি অথবা রাহুল গাঁধি প্রচারে এলেই অশোক গেহলট এবং সচিন পাইলটকে একসঙ্গে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছে৷ এক্ষেত্রে অনেকেই কর্ণাটকের উদাহরণ দিচ্ছেন৷ সেখানে একই রকম ভাবে সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের মধ্যে সংঘাত থাকলেও ভোটের আগে দুই নেতাকে বুঝিয়ে একসঙ্গে প্রচারে নামিয়েছিল কংগ্রেস নেতৃত্ব৷ ফলে দল যে ঐক্যবদ্ধ, সই ছবি তুলে ধরা গিয়েছিল৷ রাজস্থানেও এখন সেটা করে দেখানোই কংগ্রেস নেতৃত্বের কাছে চ্যালেঞ্জ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ গেহলট, দলের মধ্যেই চাপ বাড়ছে পাইলটকে নিয়ে! রাজস্থানে কঠিন পরীক্ষায় কংগ্রেস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement