Borax Side Effects: ওজন কমাতে ইউটিউব দেখে বোরাক্স পাউডার খেয়ে মৃত কলেজ ছাত্রী! সাবধান করছেন চিকিৎসকরা

Last Updated:

১৭ তারিখ ইউটিউবে দেখা ভিডিও-তে দেওয়া পরামর্শ অনুযায়ী বোরাক্স পাউডার খান ওই কলেজছাত্রী৷ ওই পাউডার খাওয়ার পর থেকেই তাঁর বমি এবং ডায়েরিয়া শুরু হয়৷

বোরাক্স খেয়ে মৃত ছাত্রী৷
বোরাক্স খেয়ে মৃত ছাত্রী৷
ওজন কমানোর জন্য বোরাক্স পাউডার অথবা সোডিয়াম টেটরাবোরেট খেয়ে মৃত্যু হল ১৯ বছর বয়সি এক কলেজ ছাত্রীর৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে৷ মৃত ওই তরুণীর নাম কলাইয়ারাসি৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই কলেজছাত্রীর বাবা-মা পেশায় দৈনিক শ্রমিক৷ জানা গিয়েছে, গত সপ্তাহে ইউটিউবে শরীরের মেদ ঝরানোর একটি একটি ভিডিও দেখেন সেল্লুরের বাসিন্দা ওই কলেজ ছাত্রী৷ সেই ভিডিওতে শরীরের মেদ গলিয়ে রোগা হওয়ার জন্য বোরাক্স পাউডার খাওয়ার কথা বলা হয়েছিল৷ এর পরই গত ১৬ জানুয়ারি স্থানীয় একটি দোকান থেকে ওই বোরাক্স পাউডার কেনেন তিনি৷
advertisement
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, একটি নামজাদা বেসরকারি মহিলাদের কলেজে পডা়শোনা করতেন ওই কলেজ ছাত্রী৷ মাঝেমধ্যেই রোগা হওয়ার জন্য সমাজমাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতেন তিনি৷
advertisement
১৭ তারিখ ইউটিউবে দেখা ভিডিও-তে দেওয়া পরামর্শ অনুযায়ী বোরাক্স পাউডার খান ওই কলেজছাত্রী৷ ওই পাউডার খাওয়ার পর থেকেই তাঁর বমি এবং ডায়েরিয়া শুরু হয়৷ দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই ছাত্রীর মা৷ সেখানে চিকিৎসার পর ওই ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও বিকেলের পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে৷ ওই ছাত্রীর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়৷ মলের সঙ্গেও রক্ত বেরোতে থাকে৷ রাত ১১টা নাগাদ তাঁর অবস্থার আরও অবনতি হয়৷ ওই ছাত্রীর বমি এবং ডায়েরিয়ার মাত্রা আরও বেড়ে যায়৷ এর পরই ওই ছাত্রীকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়৷
advertisement
বোরাক্স কী?
বোরাক্স সোডিয়াম বোরেট, সোডিয়াম টেটরাবোরেট অথবা বোরিক অ্যাসিড নামেও পরিচিত৷ খনিজ এই পাউডার সাধারণত বাড়িতে নোংরা পরিষ্কার, ডিটার্জেন্ট পাউডারের উপাদান অথবা পোকামাকড় মারার কাজে ব্যবহার করা হয়৷
বেঙ্গালুরুর অ্যাস্টার হোয়াইফিল্ড হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বাসবরাজ এস কুমবার এনডিটিভি-কে জানিয়েছেন, বোরাক্স পাউডার সাধারণত ডিটার্জেন্ট, পোকামাকড় মারার কাজে এবং শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ এটি অ্যাসিডকে ক্ষারে পরিণত করে৷ কেউ যদি এটি ভুলবশত খেয়ে ফেলে তাহলে কতটা পরিমাণে খাওয়া হয়েছে তার উপর নির্ভর করে ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যে শরীরে বিষক্রিয়া শুরু হয়৷ যত তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া যায়, ততই ক্ষতির সম্ভাবনা কম থাকে৷ কীভাবে শরীরে বোরাক্স প্রবেশ করেছে, তার উপরেও বিষক্রিয়ার পরিমাণ নির্ভর করে৷ কোনওভাবে নাক মুখ দিয়ে এই পাউডারে ঝাঁঝ শরীরে প্রবেশ করেছে না কি কেউ সরাসরি এটি খেয়েছে অথবা ত্বকে লাগানো হয়েছে, তার উপরে নির্ভর করে কেমন ক্ষতি হবে৷ সাধারণত কিডনি, ব্রেন, শ্বাসনালি, গ্যাস্ট্রোইন্টেস্টাইন প্রক্রিয়ার উপরে এর প্রভাব পড়ে৷
advertisement
আবার বোরাক্স শরীরে গেলে তা থেকে রাসায়ণিক প্রভাবিত নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে৷ শরীরের অঙ্গপ্রত্যঙ্গও ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়৷ শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হওয়া এবং কিডনি কাজ করাও বন্ধ হওয়ার মতো জটিলতা দেখা দেয়৷
বোরাক্স কি ওজন কমাতে সাহায্য করে?
ভুবনেশ্বরের মনিপাল হাসপাতালের মেডিক্যাল গ্যাস্ট্রোএনটেরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক সম্বিত কুমার ভুঁইয়া জানান, ওজন হ্রাস, ডিটক্স এজেন্ট অথবা শরীরের জন্য ঘরোয়া টোটকা হিসেবে বোরাক্স পাউডার ব্যবহার করা যায় না৷ এটি একটি বিষাক্ত রাসায়ণিক যা শরীরে ঢোকার কয়েক ঘণ্টার মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব পড়তে শুরু করে৷ মানুষের শরীরের জন্য কতটা বোরাক্স নিরাপদ, তার কোনও নির্দিষ্ট ডোজ নেই৷ বোরাক্স শরীরের ওজন কমাতে সাহায্য করে, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ সমাজমাধ্যমে এই সংক্রান্ত যে ভিডিওগুলি প্রচার করা হচ্ছে তাতে অর্ধসত্য, ভিত্তিহীন, ভুল তথ্য প্রচার করা হচ্ছে যার সঙ্গে চিকিৎসাশাস্ত্রের কোনও যোগ নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Borax Side Effects: ওজন কমাতে ইউটিউব দেখে বোরাক্স পাউডার খেয়ে মৃত কলেজ ছাত্রী! সাবধান করছেন চিকিৎসকরা
Next Article
advertisement
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
  • সুন্দরবনের নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ৷

  • মাতলা নদীতে রাত কাটাতে গিয়ে দুর্ঘটনা৷

  • মৃত্যু গড়িয়ার বাসিন্দা সুমন পালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement