শীতের উৎসবের সাজে সেজে উঠছে কলকাতা, আজ বড়দিন পালন অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Christmas Celebration in Kolkata: বিকেলেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রত্যেক বারই  অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন  (ফাইল ছবি)
প্রত্যেক বারই  অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন (ফাইল ছবি)
কলকাতা : সামনেই বড়দিন।আর তাকে কেন্দ্র করেই সাজো সাজো রব মহানগরে।আজ, বুধবার থেকেই কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্যত শুরু হয়ে যাচ্ছে। তেমনটাই নবান্ন সূত্রে খবর।এদিন বিকেলেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তার প্রস্তুতি থেকে শুরু করেছে রাজ্যের পর্যটন দফতর।
প্রত্যেক বারই  অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ বারও এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দু'বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবারের পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি ও নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
শুধু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নয়,সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর। এদিন অ্যালেন পার্কের অনুষ্ঠান শেষ করেই সেন্ট জেভিয়ার্স কলেজে যাবেন মুখ্যমন্ত্রী।বড়দিন পালন অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি।এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই নবান্ন সূত্রে খবর।অন্যদিকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় আগামী ফেব্রুয়ারি মাসে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি লিট উপাধি প্রদান করতে চলেছে। তাতে সম্মতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : আজ গঙ্গাসাগর মেলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যক্ষেত্রে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন
নবান্ন সূত্রে খবর বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। ওইদিন শিল্প, শিক্ষা,স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার দুপুর তিনটে থেকেও গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠকে বিভিন্ন দফতরের সচিবদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা বৈঠক করেন। নবান্ন সূত্রে খবর ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথম দিকে গঙ্গাসাগর পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। দু'বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এ বার গঙ্গাসাগর মেলায় আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
advertisement
আরও পড়ুন :  ২৬৪৮ কোটি বরাদ্দ টাকা খরচ হয়নি কেন? মুখ্যসচিবের জেরার মুখে একাধিক জেলা
ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে জেলা প্রশাসন। একাধিক স্বাস্থ্য ক্যাম থেকে শুরু করে এয়ার অ্যাম্বুল্যান্স, হাসপাতালে প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা-সহ  বিভিন্ন পদক্ষেপ করছে জেলা প্রশাসন। আগামী বুধবার গঙ্গাসাগর মেলার পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে বুধবারের পর থেকেই কলকাতা জুড়ে কার্যত বড়দিনের উ‍ৎসব শুরু হয়ে যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শীতের উৎসবের সাজে সেজে উঠছে কলকাতা, আজ বড়দিন পালন অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement