টিউশন না নিয়েই সব বিষয়ে ১০০, তাক লাগালেন কর্ণাটকের ছাত্র !
Last Updated:
একটা দুটো বিষয়ে ১০০ নম্বরে, ফুলমার্কস অনেকেই পান ৷ কিন্তু সব বিষয়ে ১০০ !
#বেঙালুরু: একটা দুটো বিষয়ে ১০০ নম্বরে, ফুলমার্কস অনেকেই পান ৷ কিন্তু সব বিষয়ে ১০০ ! এরকম ঘটনা খুব কমই ঘটে ৷ এরকমই এক ঘটনা ঘটালেন কর্ণাটকের দশ শ্রেণীর ছাত্র রঞ্জন ৷ বোর্ডের পরীক্ষায় পেলেন ফুল মার্কস ৷ পেলেন ৬২৫-এ ৬২৫ ৷
রঞ্জনের কথায়, ‘আমার কোনও শিক্ষক ছিল না ৷ আমি একাই পড়েছি ৷ একেবারে নিজের মতো করে ৷ আমার আত্মবিশ্বাসই আমাকে সাফল্য এনে দিয়েছে ৷ ’ রঞ্জনের বাবা পেশায় একজন লরি চালক ৷ ছেলের এই সাফল্যে বেজায় খুশি তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2016 12:42 PM IST