Crime against woman: দুবছর ধরে দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে জোর করে সঙ্গম ১৪ জন পুরুষের, অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে কিশোরী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Crime against woman: অন্ধ্রপ্রদেশে কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ জন পুরুষের বিরুদ্ধে। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়েছে কিশোরী।
অন্ধ্রপ্রদেশে কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ জন পুরুষের বিরুদ্ধে। ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পড়ে কিশোরী। ১৫ বছর বয়সী নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, জেলা পুলিশ সুপার ভি রত্না জানিয়েছেন, মেয়েটি প্রথমে ক্লাস ৮-এ যৌন নির্যাতনের শিকার হয় এবং ক্লাস ১০-এ পড়ার সময় দুই মাস আগে পর্যন্ত নির্যাতন করে হয়েছে বলে অভিযোগ।
advertisement
advertisement
মেয়েটিকে ধর্ষণ করে তাকে নিয়মিত শাসানো হত যাতে এই ঘটনা জানাজানি না হয়। পুলিশ অপরাধের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন নাবালকও রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতা জানিয়েছে দুই মাস আগেও অভিযুক্তরা ওই কিশোরীকে ধর্ষণ করে।
আরও পড়ুন: US হামলার পরেই ‘বন্ধু’ ভারতকে ফোন ইরান প্রেসিডেন্টের! বিরাট বার্তা মোদির, কার দিকে ভারত?
কিশোরী ধর্ষণের জেরে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা, তার চিকিৎসার দিকটিও নজর রাখছে পুলিশ। পুলিশ জানিয়েছে নিয়মিত ধর্ষণের জেরে স্কুলছুট হয় ওই ছাত্রী, এই ঘটনাও পুলিশকে জানাননি স্কুলের শিক্ষকরা। তবে ধর্ষণের জেরে বর্তমানে শারীরিক এবং মানষিক ভাবে আতঙ্কে রয়েছে ওই ছাত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 22, 2025 9:07 PM IST