Supreme court: শিশুর অধিকার চাই, সুপ্রিম কোর্টে গেলেন ধর্ষকের বাবা-মা! শুনেই রেগে আগুন প্রধান বিচারপতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
দিল্লি: আবেদনকারী ধর্ষণে অভিযুক্ত৷ বর্তমানে তিনি জেল বন্দি৷ সেই অভিযুক্তের বাবা-মা আবার ধর্ষণের ফলে জন্মানো শিশুর অধিকার দাবি করে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে৷ আর এই আবেদন শুনেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ ক্ষুব্ধ প্রধান বিচারপতি মামলাকারীর উদ্দেশ্যে বললেন, সবকিছুর একটা সীমা থাকে!
জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্তের বাবা-মায়ের করা আবেদন ়নিয়ে আইনজীবী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে পৌঁছন৷ ওই আইনজীবী নিজের বক্তব্য পেশ করা শুরু করতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি৷
advertisement
মামলাকারীদের রীতিমতো ভর্ৎসনা করে তিনি বলেন, আপনাদের ছেলে ধর্ষণের অভিযোগে জেলে রয়েছে৷ আর আপনারা চান এই শিশুটির অধিকার আপনাদের দেওয়া হোক?
advertisement
প্রধান বিচারপতির এই প্রশ্নের পরেও নিজের মক্কেলের পক্ষে যুক্তি সাজান আইনজীবী৷ তিনি বলেন, শিশুটির ভালর কথা ভেবেই এই দাবি জানানো হচ্ছে৷ এ কথা শুনে আর এক বিচারপতি পি এস নরসিমহা বলেন, আপনারা জানেন, আপনারা কী বলছেন? প্রধান বিচারপতি তখন বলেনস সুপ্রিম কোর্টে যে সব মামলা শুনানির জন্য আসছে, তার একটা সীমা থাকা প্রয়োজন৷ এই আবেদন খারিজ করা হল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2023 9:04 AM IST