RG Kar Case Supreme Court Hearing: রাত্তিরের সাথীর নির্দেশ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতিরই! সংশোধন করা হয়েছে, জানালেন সিব্বল
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
RG Kar Case Supreme Court Hearing: আরজি কর কাণ্ডের পরে রাজ্যে তরফে মহিলা চিকিৎসকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মহিলা জুনিয়র ডাক্তারদের রাতের বেলা ডিউটি দেওয়া হবে না। সেই নিয়ে এদিন প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি: আরজি কর কাণ্ডের পরে রাজ্যে তরফে মহিলা চিকিৎসকদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে মহিলা জুনিয়র ডাক্তারদের রাতের বেলা ডিউটি দেওয়া হবে না। সেই নিয়ে এদিন প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
মহিলাদের নিরাপত্তার স্বার্থে ‘রাতের সাথি’ অ্যাপ চালু করেছিল রাজ্য। সেই অ্যাপ চালুর সময়ে রাজ্য ঘোষণা করে মহিলাদের রাতে ডিউটি না দেওয়র চেষ্টা করা হবে। রাজ্যের সেই বিজ্ঞপ্তি নিয়েই এবার প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতি।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “আমার মনে হয় রাজ্য তাদের বিজ্ঞপ্তি অবিলম্বে বদলাক। আমরা মহিলাদের বলতে পারি না যে তাঁরা রাতে কাজ করবেন না, বা ১২ ঘণ্টার বেশি কাজ করবেন না। তাঁদের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য।” রাজ্যের আইনজীবী এই বিষয়ে জানান, বিজ্ঞপ্তি সংশোধন করা হয়েছে।
আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির
advertisement
প্রসঙ্গত, রাতের সাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে হাসপাতালের মতো সরকারি পরিষেবার ক্ষেত্রে যেখানে রাতে মহিলাদের কাজ করতে হয়, সেখানে একাধিক মহিলা কর্মীকে একসঙ্গে ডিউটি দেওয়া হবে৷ জোর দেওয়া হবে দলগত ভাবে কাজ করার উপর৷ বিপদে পড়লে সাহায্য চাওয়ার জন্য মহিলাদের জন্য রাত্রিরের সাথী নামে নতুন একটি অ্যাপও তৈরি করবে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, মহিলাদের যাতে নাইট ডিউটি বিরত রাখা যায়,সেই চেষ্টাও করা হবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2024 1:01 PM IST