Supreme Court on RG Kar Case: মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে পুলিশ, সিবিআই-এর অভিযোগ শুনে কী বললেন প্রধান বিচারপতি?

Last Updated:

RG Kar Case Supreme Court Hearing Updates: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন, “২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, পুরো ভিডিও ফুটেজ দেওয়া হোক”।

ফুটেজ নিয়ে প্রশ্ন
ফুটেজ নিয়ে প্রশ্ন
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এডুলজি প্রশ্ন তোলেন, “দুটো সিজারলিস্ট থাকা উচিত ছিল, কিন্তু সেটা নেই। এখন জানানো হয়েছে, পোশাক ওই ঘরে পড়ে ছিল”।
পাশাপাশি আরও প্রশ্ন তোলা হয়, “২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, পুরো ভিডিও ফুটেজ দেওয়া হোক”। দেশের প্রধান বিচারপতি জানতে চান, কেন ২৭ মিনিটের ফুটেজ সিবিআইকে দেওয়া হবে? যেখানে সাত থেকে ৮ ঘণ্টার ফুটেজ থাকার কথা।
advertisement
advertisement
তবে তদন্ত নিয়ে সিবিআইয়ের আইনজীবী ফিরোজ এদুলজি  সওয়াল করেন, ডিএনএ টেস্ট আধুনিক প্রযুক্তি ব্যববহার করে করা হোক, টাওয়ার ডাম্পিং টেকনোলজি ব্যবহার হোক। ম্যাজিস্ট্রেট কবে সিএফএসএলে নমুনা পাঠায়, তারিখ গুরুত্বপূর্ণ, শনিবার ও রবিবার ছুটি ছিলো, সময় তারিখ গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, “সেমিনার হলে ঢোকার বিকল্প রাস্তা আছে, স্কেচ ম্যাপ কোথায়”।
advertisement
তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, “৭-৮ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে, সবার সামনেই সেটা দেওয়া হয়েছে। ১৪ অগাস্ট ৩২ জিবি পেনড্রাইভে ফুটেজ দেওয়া হয়েছে”। সেই সঙ্গে রাজ্য আরও জানায়, আশপাশের অনেক সিসিটিভি ফুটিজি দেওয়া হয়েছে।
সিজেআই জানতে চান এই ঘটনা নিয়ে আর কোনও ফুটেজ আছে কি না, “আপনারা বলছেন আর কোনও ফুটেজ আপনাদের কাছে নেই?” শুনে সিব্বল আদালতে জানান, ৪টি হার্ড ড্রাইভে সব ফুটেজ তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে।
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on RG Kar Case: মাত্র ২৭ মিনিটের ফুটেজ দিয়েছে পুলিশ, সিবিআই-এর অভিযোগ শুনে কী বললেন প্রধান বিচারপতি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement