#নয়াদিল্লি: মাল্টিপ্লেক্সে ছবি দেখতে যাওয়া মানেই এত্তগুলো টাকা খরচ! একে তো দামি টিকিট কেটে ছবি দেখা ৷ তার উপর খিদে পেলে, খাবার খেতে গিয়ে এত দামি বিল চোকাতে হয়! বাইরে থেকে তো কোনও খাবার নিয়েই হলের ভিতরে ঢুকতে দেয় না ৷ এমন চিন্তা-ভাবনা মাল্টিপ্লেক্সে যাওয়ার আগে কম-বেশি আমাদের প্রত্যেকের মাথাতেই ঘুরপাক খায় ৷
তবে এবার আপনার এই সমস্ত ভাবনা দূর হতে চলেছে ৷ এবার থেকে মাল্টিপ্লেক্সগুলিতে বাইরের খাবার নিয়ে ঢোকা যাবে ৷ আগামিকাল শুক্রবার এই নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ এত দিন মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে ঢুকতে হলে সেখানকার ফুড সেন্টার থেকে তা কিনতে হত। বাড়িতে বানানো খাবার বা মাল্টিপ্লেক্সের বাইরের কোনও দোকান থেকে খাবার কিনে সিনেমা হলে ঢোকা যেত না। এই বাধ্যবাধকতা আর থাকছে না। শুক্রবার জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। যদি বাইরের খাবার নিয়ে ঢোকার জন্য কোনও দর্শককে আটকানো হয়, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
এর জন্য আগামী ছ’সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর নির্দিষ্ট নীতি প্রণয়ন করবে। ওই নীতিতে সরকারের নির্দেশ পালন না করলে মাল্টিপ্লেক্সের বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেবে সরকার, তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এ-ও জানানো হয়েছে, মাল্টিপ্লেক্সে বিক্রি হওয়া খাবারের দামও নিয়ন্ত্রণ করা হবে।মাল্টিপ্লেক্সে খাবার নিয়ে ঢোকা এবং সেখানে খাবারের চড়া দাম নিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে বিষয়টি বিবেচনা করার কথা জানিয়েছিল। বিষয়টি খতিয়ে দেখার পর মহারাষ্ট্রের খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী রবীন্দ্র চ্যবন শুক্রবার এই ঘোষণা করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cinema Hall, Food, Maharashtra, Multiplex, Mumbai, মুম্বই