Bizzare: মারাত্মক রাগের ভয়াবহ বিস্ফোরণ, ডেলিভারি বয়ের বাইককে পিছন থেকে এসে ইচ্ছে করে বেদম ধাক্কা, সিসিটিভি ফুটেজে আতঙ্কের শিহরণ
- Published by:Debalina Datta
 - news18 bangla
 
Last Updated:
Chilling CCTV: এত রাগেও মানুষের হয় নাকি! রেগে কাঁই হয়ে ডেলিভারিবয়ের স্কুটারকে পিষে দিল
কলকাতা: রাস্তায় দুই গাড়ির রেষারেষি এবং তার ফলস্বরূপ একজন ফুড ডেলিভারি বয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা আগেই জানা গিয়েছিল৷ ২৫ অক্টোবর বেঙ্গালুরুতে এই মর্মান্তিক ঘটনা ঘটে৷  রাস্তার রেষারেষির  এই মারাত্মক ঘটনায় গাড়ি দিয়ে ইচ্ছা করে ধাক্কা দিয়ে একজন ফুড ডেলিভারি বয়কে মেরে ফেলা হয়৷  ৩২ বছর বয়সী কালারিপায়াত্তু ট্রেনার মনোজ কুমার- কেরলের বাসিন্দা এবং তাঁর স্ত্রী আরতি শর্মা, ৩০ বছর বয়সী- তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা৷  সিসিটিভি ফুটেজ সামেন আসর পরেই তাদের গ্রেফতার করা হয়েছে।
জেপি নগরের কাছে একটি ছোট ধাক্কাধাক্কির ঘটনা ঘটে৷ এরপর তাঁর বাইক ধাওয়া করে ইচ্ছা করে ধাক্কা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী স্কুটার আরোহী দর্শনকে ধাক্কা দিয়ে মেরে ফেলার ঘটনায় ওই অভিযুক্ত দম্পতিকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
দেখে নিন সিসিটিভি ফুটেজ
advertisement
Road Rage Shocker from Bengaluru!
A couple accused of murdering a Zepto delivery agent after his bike dented their car. They chased him for 2 km, rammed the bike, killing him & injuring a friend riding pillion. Unaware of CCTV cameras, they returned to the spot to pick up car… pic.twitter.com/riNz8PnPG7— Deepak Bopanna (@dpkBopanna) October 30, 2025
advertisement
ঘটনাটি কীভাবে ঘটল
পুলিশের মতে, রাত ৯টা নাগাদ নটরাজ লেআউটের কাছে দর্শনের স্কুটারটি কুমারের গাড়িতে ধাক্কা দেয়, যার ফলে গাড়ির রিয়ার-ভিউ মিরর ক্ষতিগ্রস্ত হয়। দর্শন ক্ষমা চেয়েছিলেন যেহেতু তিনি ফুড ডেলিভারি বয় তাই তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলেন৷
advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, কুমার প্রচন্ড রেগে গিয়ে স্কুটারের পিছনে ধাওয়া করতে শুরু করে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ইউ-টার্ন নেন এবং দর্শনের স্কুটারটির পিছনে ধাওয়া করেন। কয়েক মিনিটের মধ্যেই সে দর্শনকে  ফের দেখতে পায়৷  অ্যাক্সিলারেটর চাপ দিয়ে স্পিড বাড়িয়ে কুমার পিছন থেকে দর্শনের স্কুটারে গাড়িটি ধাক্কা দেয় এবং দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। তদন্তকারী অফিসার জানিয়েছে  “দর্শন এবং বরুণ দুজনেই রাস্তায় পড়ে যান৷” -এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা৷
advertisement
স্থানীয়রা দর্শন এবং তার পিছনের আরোহী বরুণকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দর্শনকে মৃত ঘোষণা করেন।
সিসিটিভি ফুটেজ মামলাটিকে নতুন মোড় দিয়েছে
দর্শনের বোন প্রথমে জেপি নগর ট্রাফিক পুলিশের কাছে একটি হিট-এন্ড-রানের মামলা দায়ের করেন। কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন৷ তদন্তকারী বলেছেন,  “আমরা যখন অবাক হয়ে গেলাম, তখন আমরা বুঝতে পারলাম যে এটি কোনও দুর্ঘটনা নয় বরং পিছন থেকে দর্শনের স্কুটারে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়া হয়েছিল।’’ সিনিয়র ইন্সপেক্টর আরও বলেন, “চালক হঠাৎ বাঁ দিকে ঘুরে যান, গাড়িতে ধাক্কা দেন এবং দ্রুত গতিতে পালিয়ে যান, যা দেখে মনে হয় এটি ইচ্ছাকৃত ছিল৷” মামলাটি পুত্তেনাহাল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যারা ফুটেজ পর্যালোচনার পর একটি খুনের মামলা দায়ের করে।
advertisement
অভিযুক্ত গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ করতে ফিরে এলো
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ৯.৪০ মিনিটে দম্পতি গাড়ি থেকে পড়ে যাওয়া যন্ত্রাংশ সংগ্রহ করতে ফের ঘটনাস্থলে ফিরে আসেন। “মাস্ক পরা দম্পতিকে স্কুটারটিকে ধাক্কা দেওয়ার সময় গাড়ির কিছু অংশ খুলে পড়ে যেতে দেখা যায়৷  একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন “তারপর দম্পতি গাড়ি চালিয়ে ফিরে গেলেন এবং এবার তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল৷”
advertisement
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ), লোকেশ জগলসার বলেছেন যে দম্পতি তাদের অপরাধ স্বীকার করেছে। আরেকজন কর্মকর্তা বলেন, কুমার পুলিশকে জানিয়েছেন যে, ধাক্কা দেওয়ার সময় তিনি একা ছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2025 2:49 PM IST

