#বেঙ্গালুরু: কর্ণাটকের ‘রাজনৈতিক নাটক’ অব্যাহত ৷ কংগ্রেস বিধায়ক আনন্দ সিংয়ের অসুস্থতাকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেস রাজনৈতিক চাপানোতর তুঙ্গে ৷
রবিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কংগ্রেস বিধায়ক আনন্দ ৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুকে প্রবল ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ এই নিয়ে বিতর্কের সূত্রপাত ৷ বেঙ্গালুরুর ইগলেটন রিসর্টে আনন্দ সিং এবং জে এন গণেশের সঙ্গে বিবাদ বাঁধে ৷ এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জনে ৷ বিতর্কের মাঝেই আনন্দকে মাথায় বোতল দিয়ে মারেন গণেশ ৷ এমনটাই দাবি বিজেপি কর্মী সমর্থকদের ৷ ট্যুইট করে আনন্দ সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছে বিজেপি ৷
What more proof do we need to tell all is not well within Congress.. Congress MLA's in Eagleton resort indulged in physical fight & 1 MLA is admitted. How long will congress be in denial mode & blame BJP for all their differences? When political party is lame, it loves to blame pic.twitter.com/4IWSr5xUWi
— BJP Karnataka (@BJP4Karnataka) January 20, 2019
আরও পড়ুন: মোদি-বিরোধী শিবির আরও বড় আরও শক্তিশালী হতে চলেছে, ইঙ্গিত অখিলেশের
যদিও দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কথা একেবারেই অস্বীকার করেছে কংগ্রেস ৷ ইচ্ছেকৃতভাবে দলের অন্দরে বিবাদ বাঁধানোর চেষ্টা করছে বিজেপি ৷ শারিরীক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ এমনটাই দাবি কংগ্রেসের ৷ এই প্রসঙ্গে সাংসদ ডিকে সুরেশ বলেন, ‘আমি কোনও লড়াইয়ের কথা জানি না ৷ বুকে ব্যাথা হওয়ার কারণেই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ আনন্দের শরীরে কোনওরকম কোনও আঘাতের চিহ্ন মেলেনি ৷ আনন্দের মা বাবাও এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে ৷ ইচ্ছেকৃতভাবে দলের অন্দরে বিবাদ তৈরির জন্যই এমন তত্ত্ব খাঁড়া করছে বিজেপি ৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru, Bharatiya Janata Party, Congress, DK Shivakumar