Virginity Test: স্ত্রীর কুমারিত্ব পরীক্ষা করাতে চান স্বামী, অভিযোগ পরকীয়ার! আর্জি শুনে কী বলল ছত্তীসগড় হাইকোর্ট?

Last Updated:
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
রায়পুর: স্ত্রীর কুমারিত্ব পরীক্ষার অনুমতি দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন স্বামী৷ সেই আবেদন খারিজ করে দিল ছত্তীসগড় হাইকোর্ট৷ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও মহিলার কুমারিত্ব পরীক্ষা অসাংবিধানিক এবং সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী৷
ছত্তীসগড় হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ভার্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ জানা গিয়েছে, তাঁর স্বামীর পুরুষত্বহীনতার সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছিলেনওই ব্যক্তির স্ত্রী ৷ তার পরেই স্ত্রীর কুমারিত্ব পরীক্ষা করতে চেয়ে হাইকোর্টে আর্জি জানান মহিলার স্বামী৷
রায় দিতে গিয়ে আদালত জানায়, আবেদনকারী তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারিত্ব পরীক্ষা করার যে আর্জি জানিয়েছেন তা অসাংবিধানিক এবং সংবিধানের ২১ নম্বর ধারার বিরোধী, যা কোনও মহিলার সম্ভ্রম রক্ষার অধিকার দেয়৷ কুমারিত্ব পরীক্ষার জন্য কোনও মহিলাকেই বাধ্য করা যায় না৷
advertisement
advertisement
জানা গিয়েছে, নিজের স্বামীর কাছ থেকে মাসিক ২০ হাজার টাকা খোরপোষ চেয়ে আদালতে মামলা করেছিলেন ওই ব্যক্তির স্ত্রী৷ ২০২৪ সালের জুলাই মাসে রায়পুরের পারিবারিক আদালতে এই মামলা করেন তিনি৷ সেই মামলা এখনও চলছে৷
২০২৩ সালে ওই দম্পতির বিয়ে হয়৷ কোরবা জেলায় নিজের শ্বশুরবাড়িতেই থাকতেন ওই মহিলা৷ কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যে তাঁদের সম্পর্কে অবনতি হতে থাকে৷ ওই মহিলা অভিযোগ করেন, তাঁর স্বামীর পুরুষত্বহীনতার সমস্যা রয়েছে৷ ফলে তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্কই তৈরি হয়নি৷ স্বামীর সঙ্গে থাকতে অস্বীকার করেন ওই মহিলা৷ পাল্ট ওই ব্যক্তি অভিযোগ করেন, তাঁর ভাইয়ের সঙ্গেই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে৷ খোরপোষ মামলার পাল্টা আদালতে স্ত্রীর কুমারিত্ব পরীক্ষার অনুমতি দেওয়ার আর্জি জানান ওই ব্যক্তি৷ যদিও সেই আর্জি খারিজ করে দেয় রায়পুরের পারিবারিক আদালত৷ এর পরেই হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি৷ তাঁর যুক্তি ছিল, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রমাণ করতেই এই পরীক্ষা করা দরকার৷ কারণ তাঁর স্ত্রীই দাবি করেছেন, যে তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক নেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Virginity Test: স্ত্রীর কুমারিত্ব পরীক্ষা করাতে চান স্বামী, অভিযোগ পরকীয়ার! আর্জি শুনে কী বলল ছত্তীসগড় হাইকোর্ট?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement