Marriage: পাত্র একজন, আর পাত্রী? বিয়ের কার্ড খুলতেই বিরাট চমক, যুবকের কীর্তিতে থ সবাই

Last Updated:

এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কোমারম ভীম আসিফাবাদ জেলায়৷ ওই যুবকের নাম সূর্যদেব৷ তিনি গুমনুর গ্রামের বাসিন্দা৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
হায়দ্রাবাদ: একই সঙ্গে দুই মহিলার প্রেমে পড়েছিলেন৷ তাই একসঙ্গে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন তেলঙ্গানার এক যুবক৷ দুই প্রেমিকার নাম ছবি দিয়ে বিয়ের কার্ডও ছাপিয়েছেন ওই যুবক৷
এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কোমারম ভীম আসিফাবাদ জেলায়৷ ওই যুবকের নাম সূর্যদেব৷ তিনি গুমনুর গ্রামের বাসিন্দা৷ ওই যুবক জানিয়েছেন, লাল দেবী এবং ঝালকরি দেবী নামে একসঙ্গে দু জনের প্রেমে পড়েছিলেন তিনি৷ দুই প্রেমিকাকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি৷
advertisement
advertisement
দুই প্রেমিকার কথা জানাজানি হলে সাধারণত যে কোনও পাত্রের বিয়েই ভেস্তে যাওয়ার কথা৷ ফলে একজন যুবক দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে৷ সেখানে সূর্যদেব নামে ওই যুবকের হাত ধরে তাঁর দুই নববিবাহিতা স্ত্রীর ছবিও দেখা গিয়েছে৷ পরিবার, আত্মীয়স্বজন এবং গ্রামবাসীদের সামনেই বিয়ের অনুষ্ঠান হয়৷
advertisement
তবে দুই তরুণীর সঙ্গে ওই যুবকের বিয়ে এবং সংসার করা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন গ্রামের প্রবীণরা৷ তবে শেষ পর্যন্ত তাঁরাও এই বিয়েতে আপত্তি জানাননি৷ বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন তাঁরা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage: পাত্র একজন, আর পাত্রী? বিয়ের কার্ড খুলতেই বিরাট চমক, যুবকের কীর্তিতে থ সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement